দিদির দূত হতে পারলেন না পার্থ! তৃণমূলের নতুন কর্মসূচি থেকে বাদ পুরনো সৈনিকের নাম

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে অভিনব নয়া কর্মসূচী ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kawach) নিয়ে হাজির হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সুরক্ষা কবচ এর এই কর্মসূচিতে যাঁরা যোগ দেবেন তাঁদের বলা হবে ‘দিদির দূত’। চলতি মাসের ১১ তারিখ থেকে জোড়াফুলের এই নতুন কর্মসূচিতে কাতারে কাতারে যোগাযোগ দেবেন দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, জেলা সভাপতি থেকে শুরু করে দলের নিচুতলার নেতারা। সেইমতোই চলছে তোড়জোড়। তবে ‘দিদির দূত’ হওয়া অধরা রইল জেলবন্দি পার্থর (Partha Chatterjee)। এমনকি সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিধানসভা এলাকায় এই কর্মসূচি পালনের দায়িত্ব কোনো নেতাকেই দেওয়া হয়নি দল তরফে।

বুধবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচীর সমস্ত দায়িত্ব রাসবিহারী এলাকার বিধায়কদের হাতে ধরে বুঝিয়ে দিয়েছেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার। ভবানীপুর, কলকাতা বন্দর, বেহালা পূর্ব, রাসবিহারী, বালিগঞ্জ ও কসবার দিদির দূত বিধায়কদের নিজেদের দায়িত্ব দায়িত্ব বুঝিয়ে দিয়েছে দল। তবে কিছুটা অবাক করে দক্ষিণ কলকাতার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের জন্য এদিন কোনও নির্দেশ দেওয়া হয়নি দল তরফে।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা বেহালা পশ্চিমে দলের কোনোও নেতা বা নেত্রীকে এই দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে কী না সে বিষয়েও এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি দল তরফে। প্রসঙ্গত, গতবছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন হেভিওয়েট তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে পার্থ জেলবন্দি হতে ্না হতেই তড়িঘড়ি তাঁকে ঝেড়ে মুছে দিয়েছে রাজ্যের শাসকদল। তারপর থেকেই পার্থর সাথে যোগাযোগ ছিন্ন করেছে তৃণমূল শিবির। পার্থ দলের সাথে থাকতে চাইলেও দল যে একেবারেই আর তাঁর পাশে নেই সেকথা ফের একবার স্পষ্ট হল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির দায়িত্ব বণ্টনের মাধ্যমে।

tmc flag

এদিন নয়া এই কর্মসূচীর দায়িত্ব বন্টন প্রসঙ্গে দক্ষিণ কলকাতার এক তৃণমূল বিধায়কের বলেন, “সব বিধায়ককে দল তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। তবে পার্থদার বিধানসভা কেন্দ্রে এই দায়িত্ব কে পালন করবেন, তা এখনও জানানো হয়নি। তাই আমরা ধরেই নিচ্ছি তার জন্য দলের অবস্থান এখনও কঠোর রয়েছে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর