বাংলা হান্ট নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। মুম্বাইয়ে প্রথম ম্যাচটি জেতার পর আজ পুনেতে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলতে চান হার্দিক পান্ডিয়া। সেই লক্ষ্যে মাঠে নামার আগে আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও গত ম্যাচে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করেই ম্যাচ জিতেছিল।
আজ ভারতীয় দলে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। গত ম্যাচে বাজে পারফর্ম করা সঞ্জু স্যামসন বাদ গিয়েছেন। তবে নিজের পারফরম্যান্সের কারণে নয়, হাঁটুতে পাওয়া চোটের কারনে গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তার জায়গায় দলে এসেছেন আজ নিজের টি-টোয়েন্টি অভিষেক ঘটানো রাহুল ত্রিপাঠি। সেই সঙ্গে গত ম্যাচে দুই উইকেট নেওয়া হর্ষল প্যাটেলকেও বাদ দিয়েছেন হার্দিক। সম্ভবত গত ম্যাচে নিজের চার ওভারে অনেক রান খরচ করেছিলেন বলেই তাকে বাদ দেওয়া হয়েছে।
কিন্তু তার বদলে আজকে দলে আসা তরুণ বাঁ-হাতি পেসার অর্শদীপ আজ রীতিমতো হতাশ করেছেন নিজের প্রথম ওভারে। শুরুর পাঁচটি বল ঠিকঠাক করার পর শেষ বলটি করতে গিয়ে বড় রকমের গন্ডগোল করে ফেলেন তিনি। পরপর তিনটি নো বল করে তিনি ইনিংসের মোমেন্টাম তুলে দেন শ্রীলঙ্কার হাতে। এরপর ১৯ তম ওভারে বল করতে এসে আরও ২টি নো বল করেন তিনি।
তার প্রথম ওভারে মোট ১৯ রান ওঠে। এরপর তার ১৯তম ওভারে ওঠে আরও ১৮ রান। কিন্তু তার চেয়েও বড় লজ্জার ব্যাপার যে তিনি অত্যন্ত কম ম্যাচ খেলে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে সবচেয়ে বেশি নো বল করা ক্রিকেটারে পরিণত হয়েছেন। এই বিশেষ ক্ষেত্রে তিনি টপকে গিয়েছেন দীর্ঘদিন ধরে ভারতের হয়ে ক্রিকেট খেলা যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহালের মতো বোলারদের। উমরান মালিক যেখানে নিজের ৪ ওভারে ৪৮ রান দিলেও ৩টি উইকেট তুলে ফেলেছেন সেখানে অর্শদীপের পারফরম্যান্স চূড়ান্ত হতাশ করেছে সকলকে। আজ ভারতীয় পেসারদের আক্রমণ করে ২০৬ রান স্কোরবোর্ডে তুলেছে শ্রীলঙ্কা।
ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ নো বল:
অর্শদীপ সিং: ১৪টি (৭৫.১* ওভারে)
যশপ্রীত বুমরা: ৮টি (২১৩.৫ ওভার)
যুজবেন্দ্র চাহাল: ৫টি (২৬৭* ওভার)
*অর্শদীপ ও চাহাল প্রতিবেদনটি লেখার সময়ও খেলছেন