স্পিনারদের চেষ্টা ডুবিয়ে দিলো পেসারদের নো বলের বন্যা! জয়ের জন্য ভারতকে বিশাল লক্ষ্য দিল শ্রীলঙ্কা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ৬ ওভারে উঠেছিল ৫৫ রান। ব্যাট হাতে তান্ডব করেছিলেন কুশল মেন্ডিস (Kushal Mendis)। শেষ করলেন অধিনায়ক দাসুন শানাকা (Dashun Shanaka)। শেষ ৫ ওভারে উঠলো ৬৮ রান। উমরান মালিক (Umran Malik), শিবম মাভি (Shivam Mavi), অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) ১০ ওভার মিলিয়ে উঠে ১৩৮ রান। ভারতকে (Team India) জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা। মেন্ডিস করেন ৩১ বলে ৫২ রান। ২২ বলে ৫৬ রান করেন শানাকা। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে গিয়েছেন ঈশান কিষান।

প্রাথমিক তাণ্ডবের পর ভারতকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং যুজবেন্দ্র চাহাল। ২ উইকেট নিয়েছিলেন অক্ষর। চাহালের ঝুলিতে এসেছিল একটি উইকেট। মাঝের ওভার গুলিতে ধারাবাহিকভাবে উইকেট তুলেছেন উমরান মালিকও। কিন্তু নিজের শেষ ওভারে ২১ রান দেওয়ায় দিনের শেষে শিবম মাভি বা  অর্শদীপের সঙ্গে তার কোনও তফাৎ থাকলো না।

আজ হর্ষল প্যাটেলের বদলে দলে আসা তরুণ বাঁ-হাতি পেসার অর্শদীপ রীতিমতো হতাশ করেছেন নিজের প্রথম ওভারে। শুরুর পাঁচটি বল ঠিকঠাক করার পর শেষ বলটি করতে গিয়ে বড় রকমের গন্ডগোল করে ফেলেন তিনি। পরপর তিনটি নো বল করে তিনি ইনিংসের মোমেন্টাম তুলে দেন শ্রীলঙ্কার হাতে। মাভিও নিজের প্রথম ওভারে দেন ১৫ রান। মাভি এবং উমরান দুজনেই আজ একটি করে নো বল করেছেন। কিন্তু নিজের ২ ওভার মিলিয়ে মোট ৫ টি নো বল আজ করেছেন অর্শদীপ।

arshdeep no ball

অর্শদীপের জন্য বড় লজ্জার ব্যাপার যে তিনি অত্যন্ত কম ম্যাচ খেলে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে সবচেয়ে বেশি নো বল করা ক্রিকেটারে পরিণত হয়েছেন। এই বিশেষ ক্ষেত্রে তিনি টপকে গিয়েছেন দীর্ঘদিন ধরে ভারতের হয়ে ক্রিকেট খেলা যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহালের মতো বোলারদের। উমরান মালিক যেখানে নিজের ৪ ওভারে ৪৮ রান দিলেও ৩টি উইকেট তুলে ফেলেছেন, সেখানে অর্শদীপের পারফরম্যান্স চূড়ান্ত হতাশ করেছে সকলকে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর