আবাস দুর্নীতির জের! এবার ঘর পাওয়া নিয়ে তৃনমূল বনাম তৃনমূল লড়াই

বাংলা হান্ট ডেস্কঃ লাইমলাইট থেকে সরারই নাম নিচ্ছেনা বঙ্গের আবাস দুর্নীতি (Awas Corruption)। একদিকে আবাস দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছে বিরোধী দলগুলি থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ। শুধু তাই নয় দুর্নীতির জেরে লাগাতার প্রকাশ্যে এসেছে তৃণমূলের (Trinamool) গোষ্ঠীকোন্দলের ঘটনা। এবার একই চিত্র উঠে এল পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। শাসকদলের বিরুদ্ধে অভিযোগে সরব খোদ দলেরই কর্মীরা।

কী ঘটেছিল? এদিন আবাস দুর্নীতি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের কেশপুর। অভিযোগ,
অঞ্চল সভাপতির কাছের লোক না হওয়ায় যোজনার ফাইনাল লিস্ট থেকে বাদ পড়েছে বহু জনার নাম। এরই প্রতিবাদ জানাতে এদিন পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় শাসকদলেরই একাংশ। অন্যদিকে, বিক্ষোভকারীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি তৃণমূল সভাপতির।

বিক্ষোভরতদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে তাঁরা। ক্ষোভ প্রকাশ করে এক গ্রামবাসী বলেন , “আমার নামও ছিল। কিন্তু বিভিন্ন ইস্যু দিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। এরকম একাধিক জনের সঙ্গে হয়েছে। আবার দেখা যাচ্ছে, যাঁদের ঘর হয়ে গিয়েছে, তাঁদের নাম রয়েছে তালিকায়।”

এ বিষয়ে কেশপুরের ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, “আবাস যোজনার তালিকা সম্পর্কে আমাদের ধারণা নেই। এব্যাপারে গোষ্ঠীকোন্দল আমাদের অঞ্চলে নেই। কিছুটা বিষয় বিডিও অফিস ও বাকি বিষয় ব্লক সভাপতির কাছ থেকে জানতে পারবেন।” তাঁর সংযোজন, “সরকারি নিয়ম অনুযায়ী সার্ভে হয়েছে। বার বার ডিএম, প্রশাসনিক কর্তাদের তত্ত্বাবধানে সার্ভে হয়েছে। যোগ্যদের নাম তালিকায় রয়েছে। তারপরও যদি কারোর নাম বাদ পড়ে থাকে, তাহলে সেগুলো প্রশাসনিক কর্তাদের তরফে খতিয়ে দেখা হবে। “

tmc flag

অন্যদিকে, এবিষয়ে মুখ খোলেননি এলাকার বর্তমান অঞ্চল সভাপতি ভাস্কর চৌধুরী। ‘শীর্ষ নেতৃত্ব প্রতিক্রিয়া দেবে’ বলে হাঁফ ছেড়েছেন তিঁনি। তবে পঞ্চায়েত ভোট পূর্বে তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দে যথেষ্টই অস্বস্তিতে শাসকদল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর