এক কেজি মুরগির মাংসের দাম ৬৫০ টাকা! পোল্ট্রি নিয়েও হাহাকার পাকিস্তানে

বাংলাহান্ট ডেস্ক : দ্রব্যমূলের আগুনে পুড়ছে পাকিস্তান (Pakistan)। পাকিস্তানের কিছু কিছু জায়গায় ৬৫০ টাকায় পৌঁছেছে এক কেজি মুরগির মাংসের দাম। পাকিস্তানের সংবাদপত্র সূত্রে খবর, ব্যবসায়িক ও পোল্ট্রি খামারিরা সতর্ক করে মঙ্গলবার বলেছেন, যে হারে মুরগির মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে হয়ত খুব শীঘ্রই মুরগির ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের সাধ্যের অতীত হয়ে যেতে পারে এবং গরুর মাংসের মত দামি হতে চলেছে মুরগি।

পাকিস্তানের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন খুব দ্রুত মুরগির মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা ছাড়িয়ে যেতে পারে। এর ফলে গরু, ভেড়া ও ছাগলের মাংসের দামের সমান হবে মুরগির মাংসের দাম। গোটা ব্রয়লার মুরগি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ৩৭০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে বিক্ষোভের ডাক দিয়েছিল দ্য পাকিস্তান পোল্ট্রি অ্যাসোসিয়েশন ও অল পাকিস্তান সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন। তাদের দাবি ছিল এই দুই শিল্প ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে সরকারকে। পোল্ট্রি পণ্যের দাম গত অক্টোবর থেকে পাকিস্তানে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

CHICKEN

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এমন পরিস্থিতির সৃষ্টির কারণ যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের জিএমও সয়াবিন আমদানি বন্ধ করে দেওয়া। গত তিন মাসে ৫০ কেজি মুরগির ফিডের বস্তার দাম ২০০০ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭০০০ তাকাতে। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহলের তরফে হ্যাচারি ও ফিড মিলের কার্যকারিতা নিয়ে সমালোচনা করা হয়েছে‌।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর