৭৫০ ছাত্রীর তৈরি উপগ্রহ মহাকাশে পাঠাবে ISRO! আত্মনির্ভর ভারতের নয়া সাফল্য

বাংলাহান্ট ডেস্ক : ‘আত্মনির্ভরতার’ পথে আরো একধাপ এগিয়ে গেল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতায় আসার পর থেকেই আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। সেই নমোর কথাকেই শিরোধার্য করে এবার সাড়ে সাতশো ছাত্রী মিলে বানিয়ে ফেলল আস্ত এক উপগ্রহ (Satelite)।

জানা গিয়েছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) এই মাসেই চেন্নাইয়ের ‘স্পেস কিডজ ইন্ডিয়া’ নামক এক সংস্থার তৈরি করা ওই উপগ্রহটিকে উৎক্ষেপণ করবে। এই উপগ্রহের নাম দেওয়া হয়েছে আজাদিস্যাট। আপাতত ১৬ই জানুয়ারি দিনটিকে উপগ্রহ উৎক্ষেপণের জন্য প্রাথমিক তারিখ হিসেবে নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে পরিস্থিতির কারণে দিন পাল্টানো হতে পারে বলেও জানা গিয়েছে।

সূত্রের খবর, ৭৫টি সরকারি স্কুলের প্রত্যেকটি স্কুল থেকে ১০ জন ছাত্রীকে নির্বাচিত করার পর তারা এই উপগ্রহ তৈরীর কাজে হাত লাগিয়েছিল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির মেয়েদের এই কাজে সাহায্য করেছিল স্পেস কিডজ ইন্ডিয়া ও লুমিনা ডেটাম্যাটিক্স। সেই সঙ্গে নীতি আয়োগের তরফেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়।

isro 1563960869 scaled

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বাণিজ্যিক ভাবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা স্যাটেলাইট প্রেরণ শুরু করেছে। গত নভেম্বরেই একটি আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট (Earth Observation Satellite) এবং আটটি ন্যানো স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয়েছে ভারতের বুক থেকেই। তারই অঙ্গ হিসেবে ওই স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল। গত দু’বছর ধরে করোনার কারণে প্রস্তুতিতে বাধা পড়লেও ২০২৩ সালের জুন মাসে সব ঠিক থাকলে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩। এই বিষয়ে নিশ্চিত করেছেন খোদ ইসরোর প্রধান ডঃ এস সোমনাথ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর