পুরু বরফের চাদরে ঢেকেছে রেলস্টেশন! ভারতীয় রেল শেয়ার করল সেই দুর্দান্ত ছবি, দেখুন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : শীত এলেই কিছু কিছু জায়গার সৌন্দর্য যেন আরোও বেড়ে যায়। সম্প্রতি ভারতীয় রেল জম্মু ও কাশ্মীরের তুষার আচ্ছাদিত স্টেশনগুলির নয়নাভিরাম ছবি শেয়ার করেছে। কাশ্মীরের তুষারাবৃত উপত্যকার মধ্য দিয়ে ট্রেনের ‘সুন্দর’ দৃশ্যের ভিডিও টুইটারে শেয়ার করেছে রেল মন্ত্রক। ভিডিওতে ট্রেনটিকে জম্মু ও কাশ্মীরের ‘হামরে’ স্টেশনের মধ্য দিয়ে যেতে দেখা যাচ্ছে।

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কিন্তু এই ঋতুতে কিছু জায়গার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন আট থেকে আশি। বিশেষ করে জম্মু ও কাশ্মীরে, বরফের সাদা চাদর ছড়িয়ে সবাইকে পৃথিবীতে স্বর্গের স্বাদ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ছবিগুলো খুব সুন্দর দেখাচ্ছে।

ছবিতে দেখা যাচ্ছে, সর্বত্র বরফের চাদর পড়ে আছে এবং একটি যাত্রীবাহী ট্রেন জম্মু ও কাশ্মীরের বরফে ঢাকা বারামুল্লা-বানিহাল অংশ দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি রেলমন্ত্রী অশ্বানি বৈষ্ণবও কয়েকদিন আগে টুইটারে বরফে ঢাকা শ্রীনগর রেলওয়ে স্টেশনের ছবি শেয়ার করেছিলেন। সুন্দর বরফে ঢাকা পাহাড় দেখে প্রত্যয়ী হয়েছেন রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব।

টুইটারে একের পর এক বরফে ঢাকা শ্রীনগর রেলস্টেশনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। এর আগে, রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশও টুইটারে বরফে ঢাকা শ্রীনগর রেলওয়ে স্টেশনের ছবি শেয়ার করেছিলেন। ভারতীয় রেলওয়েকে বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসাবে বিবেচনা করা হয়। রেলওয়ে তার নেটওয়ার্ক তৈরি করেছে সমতল, পাহাড়, পর্বত, জলের নিচে ইত্যাদি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর