হলদিয়া-নন্দীগ্রামকে সেতু দিয়ে যুক্ত করার ঘোষণা! নতুন বছরে বড় উপহার মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরে নতুন নতুন উপহারে বইছে বাংলা। সদ্য রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে পশ্চিমবঙ্গ। আর এবার নন্দীগ্রাম (Nandigram) এবং হলদিয়া (Haldia) সংযোগে উদ্যত রাজ্য। সূত্রের খবর, হলদিয়া এবং নন্দীগ্রামের যোগাযোগকারী হলদি নদীর (Haldi River) ওপর সেতু গড়বে মমতা সরকার।

শুক্রবার এই বড় ঘোষণা করেছে খোদ তৃণমূল (Trinamool Congress) মুখপাত্র তথা রাজ্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন সাংবাদিক সম্মেলন করে তৃণমূল মুখপাত্র জানান, নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরের মানুষের জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতাল থেকে শুরু করে তমলুক-দিঘা রেল যোগাযোগ এরূপ অনেক কিছু উপহার দিয়েছেন পূর্ব মেদিনীপুরবাসীকে।

এদিন তৃণমূল মুখপাত্র বলেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন হলদিয়া এবং নন্দীগ্রামের মধ্যে সেতু তৈরি করবে রাজ্য সরকার।” পাশাপাশি কুণাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই প্রকল্পের ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন। একটু বেশি সময় ব্যয় হলেও একবার কাজ সম্পন্ন হলে এর দ্বারা বহু মানুষের উপকার হবে।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামবাসীকে এই সেতু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমত ২০২২ এ এই সেতুর জন্য রাজ্য বাজেটেও বরাদ্দ রেখেছিলেন তৃণমূল নেত্রী। এবার সেই প্রকল্পের কাজেরই শুভ সূচনা হবে বলে জানিয়েছেন কুণাল ঘোষ।

mamata

পাশাপাশি এদিন তৃণমূল মুখপাত্র বলেন, “সেতু চাইছিলেন সেখানের মানুষ৷ বিপুল রাস্তা ঘুরতে হত৷ এবার সেতু হলে মানচিত্র বদলে যাবে। অর্থনৈতিক অবস্থা বদলে যাবে৷ মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর