সফরকালেই এবার পরিবর্তন করতে পারবেন বার্থ, যাত্রীদের জন্য নতুন সুবিধা আনল রেল

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের (Passengers) সুবিধা এবং আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে ভারতীয় রেল (Indian Railways) সময়ে সময়ে অনেক পরিবর্তন করে থাকে। এখন থেকে আপনি যদি আপনার ট্রেনে সফর করার সময়ে বার্থ (Berth) পছন্দ না হয় তবে আপনি যাত্রার মাঝখানে এটি আপগ্রেড করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি স্লিপার কোচে (Sleeper coach) ভ্রমণ করেন তবে আপনি যাত্রার সময় আসনটিকে এসি কোচে (AC coach) আপগ্রেড করতে পারেন। এর জন্য আপনাকে কোনো কাউন্টারে যাওয়ারও প্রয়োজন নেই।

এই পরিষেবাটি শুরু করার উদ্দেশ্য হল যাত্রীদের সুবিধা প্রদান করা এবং তাদের নিরন্তর পরিবর্তনশীল চাহিদা মেটানো। এই কারণেই ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে টিকিট বুকিংয়ের নিয়মগুলি সরল করেছে। এবার টিকিট বুক করার সাথে সাথে কোচ আপগ্রেড করাও সহজ করে দিয়েছে রেল। কিছু অতিরিক্ত অর্থ প্রদানের সাথে যাত্রীদের গন্তব্য পরিবর্তন করে অতিরিক্ত যাত্রা করা বিকল্পও আনা হয়েছে।

কিভাবে আপনার কোচ আপগ্রেড হবে? আপনি যদি যাত্রার সময় আপনার কোচ আপগ্রেড করতে চান তবে আপনাকে কোনও বুথে যেতে হবে না। আপনি শুধুমাত্র আপনার সিটে বসেই এই সুবিধা নিতে পারবেন। আপনি নিশ্চয়ই ভাবছেন এর জন্য কি করে সম্ভব? আপনি যদি স্লিপার কোচের পরিবর্তে এসি কোচে ভ্রমণ করতে চান, তবে এর জন্য আপনাকে কোচে উপস্থিত টিটিই-এর সাথে যোগাযোগ করে আপনার অনুরোধ জানাতে হবে। যদি এসি কোচে আসন খালি থাকে তাহলে TTE আপনাকে এই বার্থ বরাদ্দ করবে।

third ac rail train

সিট আপগ্রেডের সময় আপনাকে নিয়ম অনুযায়ী টিটিই-কে নগদ অর্থ প্রদান করতে হবে। আপনাকে এটাও মনে রাখতে হবে যে আপনি রেলওয়ের সিট আপগ্রেড সিস্টেমের সুবিধা তখনই নিতে পারবেন যখন অন্য কোচে একটি বার্থ খালি থাকবে। যদি সিট খালি না থাকে তাহলে আপনাকে সেই কোচে যাত্রা করতে হবে যেখানে আপনার বার্থ বরাদ্দ করা হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর