ক‍্যানসার আক্রান্ত তাপস দাস বাপির চিকিৎসার দায়িত্ব নিল রাজ‍্য সরকার, কৃতজ্ঞতা প্রকাশ রূপম ইসলামের

বাংলাহান্ট ডেস্ক: গুরুতর অসুস্থ ‘মহীনের ঘোড়াগুলি’র অন‍্যতম সহ প্রতিষ্ঠাতা তাপস দাস বাপি (Tapas Das Bapi)। মারণ রোগ ক‍্যানসার জাঁকিয়ে বসেছে তাঁর শরীরে। লাং ক‍্যানসারের তৃতীয় স্টেজে রয়েছেন ৬৮ বছর বয়সী শিল্পী। নাকে রাইলস টিউব লাগিয়েই অদ‍ম‍্য মনের জোর নিয়ে তিনি গানের অনুষ্ঠান করে চলেছেন। চলছে চিকিৎসাও। কিন্তু ক‍্যানসারের চিকিৎসার বিপুল খরচ সামলাতে প্রবীণ শিল্পীর পাশে দাঁড়িয়েছিলেন অনেকেই।

সোশ‍্যাল মিডিয়ায় সাহায‍্যের আবেদন জানানো হয়েছিল শিল্পী এব‌ং শ্রোতাদের তরফে। সাধ‍্যমতো সাহায‍্যের আর্জি জানিয়ে সঙ্গীতশিল্পী বন্ধুদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন রূপম ইসলামও। সেই সঙ্গে তিনি এও জানিয়েছিলেন, কোনো রাজনৈতিক দলের সাহায‍্য বাপিদা নেবেন না। তিনি বলেছেন, বিনা চিকিৎসায় মৃত‍্যু হবে তাও ভাল, কিন্তু কোনো রাজনৈতিক দলের সাহায‍্য তিনি নেবেন না।

tapas das bapi
এদিন আরো একটি পোস্ট করেন রূপম। পাশে হাসপাতালের বেডে বাপিদা। দুটি ছবি শেয়ার করে তিনি জানান, গত ৩ জানুয়ারি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন তাপস দাস বাপি। রাজ‍্য সরকারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এর জন‍্য সরকারকে ধন‍্যবাদও জানিয়েছেন ‘ফসিলস’ তারকা।

রূপম লিখেছেন, ‘গত ১ জানুয়ারি আমি একটি পোস্ট করেছিলাম বাপীদা-র অসুস্থতার ব্যাপারে, যেখানে লিখেছিলাম যে কোনও রাজনৈতিক দলের সাহায্য তিনি নেবেন না। একমাত্র সরকারের সাহায্য গ্রহণ করতে তাঁর আপত্তি থাকবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার কোনও একটি রাজনৈতিক দল নয়। সেই পোস্ট দেখে ঠিক তার পরদিনই পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসেছেন, এবং বাপীদা-র চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তাঁরা নিয়েছেন। এ জন্য তাঁরা আমার কৃতজ্ঞতাভাজন হলেন।’

এর আগে প্রবীণ শিল্পীর স্ত্রী জানিয়েছিলেন, চারটি কেমোথেরাপি নেওয়া হয়ে গিয়েছে তাঁর। কিন্তু সম্প্রতি নাকি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় বলে খবর। শিল্পীর স্ত্রী জানান, বিগত তিন মাস ধরে সম্পূর্ণ তরল খাবার খেয়ে রয়েছেন তিনি। রাইলস টিউব লাগিয়ে রাখতে হয় সবসময়।

তবুও রাইলস টিউব লাগিয়েই গানের অনুষ্ঠান করেছেন তিনি। সম্প্রতি বাংলা সঙ্গীতমেলায় এই অবস্থাতেই হুইল চেয়ারে বসে গান গাইতে দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গীতপ্রেমীরা কুর্নিশ জানাচ্ছেন প্রবীণ সঙ্গীতশিল্পীর অদম‍্য জেদ আর প্রাণশক্তিকে। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন, একান্ত কামনা আপামর সঙ্গীতপ্রেমীর।


Niranjana Nag

সম্পর্কিত খবর