মুরোদ ৫ কোটির, এদিকে খাই ২০ কোটির! বলিউড অভিনেতাদের ধুয়ে দিলেন করন

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক আর করন জোহর (Karan Johar) সমার্থক শব্দ বলা চলে। বলিউডের প্রথম সারির পরিচালক হলেও সুপারস্টার থেকে শুরু করে স্টার কিডদের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক তাঁর। মাঝে মধ্যেই শিং ভেঙে বাছুরের দলে গিয়ে ঢোকেন তিনি। আর তারকা সন্তানদের ছবিতে সুযোগ দিয়ে নেপোটিজমের প্রচার করার অভিযোগ তো রয়েছেই তাঁর বিরুদ্ধে।

তবে করন যে শুধু তারকা সন্তানদের লঞ্চই করেন সিনেমায় তা কিন্তু নয়। তাঁর মনের মতো না হলে দু কথা শুনিয়েও দিতে ছাড়েন না। সম্প্রতি একটি পডকাস্ট শোতে ইন্ডাস্ট্রির অভ্যন্তরের বেশ কিছু গসিপ ফাঁস করতে শোনা যাবে করনকে। সেখানেই তিনি জানান, আলিয়া ভাট, বরুন ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার ডেবিউ ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ হিট হলেও করনের টাকা ডুবে গিয়েছিল। ছবিটি ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হওয়ার পাশাপাশি পরিচালনাও করেছিলেন করন।

Karan johar relation

এদিন পরিচালক নয়, বরং প্রযোজক করন জোহর হিসাবে বেশ কিছু মন্তব্য করেন তিনি। করন বলেন, হিন্দি সিনেমা তাঁর কাছে সব কিছু। এই ইন্ডাস্ট্রিতেই তিনি কাজ করেন। তবে একজন ব্যবসায়ী মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে তেলুগু ইন্ডাস্ট্রি অনেক বেশি লোভনীয় বলে মন্তব্য করেন করন।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ছবির ব্যবসার ক্ষেত্রে ভাগাভাগি কীভাবে হয়। উত্তরে করন যা বলেন, তা এখন ভাইরাল। প্রযোজক বলেন, এটা বলার জন্য তিনি হয়তো খুনও হয়ে যেতে পারেন, কিন্তু এটাই সত্যি। মাত্র ৫ কোটি টাকার ওপেনিং দিয়ে অভিনেতারা ২০ কোটি টাকা চেয়ে বসলে সেটা গ্রহণযোগ্য নয় বলেই স্পষ্ট মন্তব্য করেন করন।

এই সাক্ষাৎকারেই ইন্ডাস্ট্রি নিয়ে আরো একটি চলতি ধারণা ভ্রান্ত বলে দাবি করেন করন। বলিউডে নাকি আন্ডার ওয়ার্ল্ডের টাকা, কালো টাকা দিয়ে ছবি তৈরি হয়। এমন অভিযোগ বহুবার উঠেছে। সায় দিয়েছেন বলিউডেরই অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু এদিন করন দাবি করেন, কোনো রকম কালো টাকা বলিউডে নেই। কোনো অবৈধ সুত্র থেকে টাকা আসে না ইন্ডাস্ট্রিতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর