নন্দীগ্রাম দিবসে শুভেন্দুকে কলার ধরে জেলে ভরার হুঁশিয়ারি কুণালের

বাংলাহান্ট ডেস্ক : নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়। প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেস শহীদ বেদিতে মাল্যদান করে স্মরণ করে নন্দীগ্রাম দিবসের। সেই নন্দীগ্রাম দিবস নিয়ে ক্রমশ চড়ছে রাজনীতির উত্তাপ। তৃণমূল (All India Trinamool Congress) মোমবাতি মিছিল করে ভাঙাবেড়ার শহীদ বেদিতে ভোরবেলা মাল্যদান করে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সেই শহীদ স্মরণ মঞ্চ থেকেই এবার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)।

শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে কুণালের বার্তা, “কলার ধরে জেলে ভরব শুভেন্দুকে।” চারদিক ঢাকা ঘন কুয়াশায়। ঠান্ডায় কাঁপছে গোটা শহর। ঘড়ির কাঁটা ভোর সাড়ে চারটে তখন। সেই সময় নন্দীগ্রাম দিবস উপলক্ষে তৃণমূল মোমবাতি মিছিল করল ভাঙাবেড়া এলাকায়। মাল্যদান করা হল শহীদ বেদিতে। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, মন্ত্রী অখিল গিরি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৭ সালের জমি আন্দোলনের ক্ষত এখনও টাটকা নন্দীগ্রামবাসীর মনে। সেই ঘটনাকে স্মরণ করে হাড়হিম করা ঠান্ডার মধ্যেও অনেকে এসেছিলেন শহীদদের স্মরণ করতে। শহীদ স্মরণ মঞ্চ থেকে কুণাল ঘোষ রীতিমতো তুলোধনা করলেন শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি এই মঞ্চ থেকে কুণাল ঘোষ নারদা কাণ্ডের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবিও তোলেন।

kunal ghosh

কুণাল ঘোষ বলেন, “সিপিএমের মতোই মিথ্যা মামলায় ফাঁসানোর রাজনীতি করছেন বিজেপির শুভেন্দু অধিকারী। আগে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে সিপিএম। সেই রাজনীতি ফিরছে আবার। বেইমান, গাদ্দার শুভেন্দু নিরপরাধ তৃণমূল কর্মী, নন্দীগ্রামবাসীকে জেলে ভরছে সিবিআই, এনআইএ-র ভয় দেখিয়ে। যদি ভগবান, আল্লাহ থাকে তাহলে একদিন কলার ধরে শুভেন্দুকে জেলে ভরব।”

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর