‘বামপন্থী হিন্দু ভোটে’ জয়লাভ! শহীদ মঞ্চ থেকেই নন্দীগ্রামে জেতার গাণিতিক ব্যাখা দিলেন শুভেন্দু

বাংলাহান্ট ডেস্ক : নন্দীগ্রামে (Nandigram) শহীদ দিবস নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। তৃণমূল (All India Trinamool Congress) ও বিজেপির (Bharatiya Janata Party) মধ্যে রীতিমতো ঠান্ডা যুদ্ধ চলছে শহীদ দিবসকে কেন্দ্র করে। নাম না করে নন্দীগ্রামের বিধায়ক (MLA) শুভেন্দু অধিকারীকে Suvendu Adhikari) শহীদ দিবসের মঞ্চ থেকে নিশানা করছিলেন কুণাল ঘোষ। এবার সেই বক্তব্যের পাল্টা দিয়ে বিরোধী দলনেতার দাবি তিনি জয়লাভ করেছেন বামপন্থী হিন্দু ভোটে।

২০১১ সালে তৎকালীন বাম সরকারকে ক্ষমতাচ্যুত করার পিছনে অন্যতম মুখ্য ভূমিকা নিয়েছিল তৃণমূল কংগ্রেসের সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলন। এরপর বাংলায় রাজনীতির সমুদ্রের জল গড়িয়েছে অনেক দূর। ২০২১ সালে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জয়লাভ করেন গেরুয়া শিবিরের হয়ে। এবার শহীদ দিবসের মঞ্চে শুভেন্দু অধিকারী রীতিমতো স্বীকার করলেন যে তিনি জয়লাভ করেছেন বামপন্থী হিন্দুদের জন্য।

জয়লাভের প্রসঙ্গে শনিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বলেন, “যদি নন্দীগ্রাম না থাকত তাহলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন।” এরপর তার সংযুক্তি, “তৃণমূলের থেকে সিপিএম অনেক বেশি শক্তিশালী ছিল। বামফ্রন্ট সরকারের অনেক বেশি ক্ষমতা ছিল। খারাপ নন সব বামপন্থীরা। প্রচুর বামপন্থী আমাদের সাথে এসেছেন। নন্দীগ্রামে একটা বড় অংশ হিন্দু, তারা ভোট দিয়েছেন বলেই আমি জিতেছি। আমি তা স্বীকার করি অকপটে।”

উল্লেখ্য, বাম সরকারের একটা সময় দুর্জয় ঘাঁটি ছিল নন্দীগ্রাম। সিপিআই প্রার্থী একটানা জয়লাভ করেছিলেন নন্দীগ্রামে। ২০২১ সালে মমতা বনাম শুভেন্দু দ্বৈরথে বাম-কংগ্রেস জোট প্রার্থী করেছিল মীনাক্ষী মুখোপাধ্যায়কে। তবে এই জোট খুব সামান্য ভোট পেয়েছিল। অন্যদিকে, শুভেন্দু অধিকারী ২০০০ এর কম ভোটে পরাজিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস গণনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আদালতে যায়। বর্তমানে সেই মামলা আদালতে বিচারাধীন।

Nandigram Dibas

তবে অনেকের মতে, বাম ভোট অনেকাংশে সাহায্য করেছে শুভেন্দুকে জয় লাভ করতে। ২০২১ সালে ভোট প্রচারের সময় শুভেন্দু অধিকারী বামপন্থীদের আবেদন করেন পদ্মফুলে ভোট দেওয়ার জন্য। তাই রাজনৈতিক মহলের মত, শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পরোক্ষভাবে ধন্যবাদ দিলেন বাম ভোটারদের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর