শীতে জবুথবু বাংলা! শৈত্য প্রবাহের সতর্কতা এই দুই জেলায়, এক নজরে আজকের আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : চলছে শীতের দাপট। সকাল থেকে আকাশ পরিষ্কার। গতকাল থেকে সামান্যই বাড়ে তাপমাত্রা। শনিবার কলকাতা ও আশপাশ্রে এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম হাওয়ার দাপটেই এই পরিস্থিতি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে। তবে এই মুহুর্তে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের শৈত্যপ্রবাহের সর্তকতা। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা শৈত্য প্রবাহের কবলে পড়বে, সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ১৫.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ০৯.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৪৩%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫২%

আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় সকালের দিকে কুয়াশা থাকলেও, মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শনিবার এই তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। সেরকমভাবে কুয়াশার তেমন কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। এমনটাই জানানো হয়েছে মৌসম ভবনের তরফ থেকে।

weather 5

হাওয়া অফিস জানিয়েছে সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় কুয়াশা তেমন থাকবে না। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘণ্টায় মালদহ সহ উত্তর বঙ্গের একাধিক জায়গায় ঘনকুয়াশার দাপট দেখা যাবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পারদ পতনের এই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।


Sudipto

সম্পর্কিত খবর