‘গুঁড়িয়ে দেব অযোধ্যার রাম মন্দির, তৈরি হবে বাবরি মসজিদ!’, হুমকি আল কায়দার

বাংলা হান্ট ডেস্ক : দ্রুতগতিতে চলছে রাম মন্দিরের নির্মাণ কাজ। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘোষণা করেন ২০২৪ সালের ১ জানুয়ারি খুলে যাবে অযোধ্যার রাম মন্দির (Ram Mandir)। এর মধ্যেই এল আল কায়দার (Al-Qaeda) হুমকি। তারা রাম মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেখানে আবার মসজিদ গড়ে তুলবে। আল কায়দা নিজস্ব পত্রিকা ‘গজওয়া-এ-হিন্দ’ -এ তাদের হুমকি দিয়েছে বলে জানা যাচ্ছে।

অনলাইনে প্রকাশিত ১১০ পাতার এই পত্রিকাটিতে আল কায়দার পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপরে তৈরি হয়েছে রাম মন্দির। সেটিকে ধ্বংস করে সেখানে আবার বাবরি মসজিদ তৈরি করা হবে।’ গোয়েন্দা দফতরের আধিকারিকরা মনে করছেন, এই লেখার পিছনে এমন কেউ রয়েছে যে ভারতীয় ঘটনাবলির সঙ্গে ভালভাবেঔ পরিচিত। এরই সঙ্গে ভারতীয় মুসলিমদের জন্য ‘ধর্মনিরপেক্ষতা’ কথাটি অর্থহীন বলেও দাবি করা হয়েছে ওই পত্রিকায়। সেখানে বলা হয়েছে, ভারতে হিন্দু ও মুসলিমের মধ্যে সুসম্পর্ক আসলে একটা ‘প্রহসন’ ছড়া আর কিছুই নয়। এরই সঙ্গে ভারতীয় উপমহাদেশে জেহাদের ডাকও দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।

al

এর আগে ‘ইন্সপায়ার’ নামের একটি পত্রিকার খোঁজ পাওয়া যায়। যা দেখে চমকে যান মার্কিন গোয়েন্দারা। সৌদি আরব ও ইয়েমেনের আল কায়দার জঙ্গি নেতৃত্বের পরিচালনায় প্রকাশিত সেই পত্রিকার নতুন সংস্করণ বুঝিয়ে দেয় দৈত্যরা আবার জেগে উঠছে। সেই দাবি যে মিথ্যা নয় তা আরও একবার প্রমাণিত।

আফগানিস্তানে তালিবানের শাসন শুরি হওয়ার পরে আবারও আল কায়দার কাজকর্ম শুরু হয়েছে। শুধুমাত্র আমেরিকাই নয়, গোটা বিশ্বের কাছেই আল কায়দা এক বিভীষিকার মতো। ৯/১১-র সেই আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা বিশ্ব। আবারও নতুন করে তাদের সক্রিয় হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই চিন্তিত গোটা বিশ্ব। এরই মধ্যে রাম মন্দির নিয়ে তাদের হুমকির ফলে আতঙ্ক ছড়ালো ভারতেও।

Sudipto

সম্পর্কিত খবর