এবার হবে আরও বেশি লাভ! ৬৬৬ দিনের ফিক্সড ডিপোজিটে দারুণ ইন্টারেস্ট দিচ্ছে PNB

বাংলা হান্ট ডেস্ক: এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) তার ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে গ্রাহকদের দুর্দান্ত সুদ দিচ্ছে। ইতিমধ্যেই ওই ব্যাঙ্কের ৬৬৬ দিনের FD স্কিম বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি, এই FD স্কিমে আট শতাংশেরও বেশি সুদ পাওয়া যায়।

এমতাবস্থায়, PNB এই ৬৬৬ দিনের FD স্কিমের প্রসঙ্গটি বেশ মজাদার ভাবে শেয়ারও করছে। ইতিমধ্যেই Zomato, Blinkit-এর মত সংস্থাগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে একটি বিজ্ঞাপন শেয়ার করেছে। যেটিতে বলা হয়েছিল, “দুধ চাইলে দুধ দেওয়া হবে” এবং “ক্ষীর চাইলে ক্ষীর দেওয়া হবে।” এদিকে, এরপরে আরও অনেক সংস্থা এমন লাইনের সাথে তাল মিলিয়ে আরও বিজ্ঞাপন শেয়ার করেছে। এখন সেই তালিকায় যোগ দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও।

ইতিমধ্যেই PNB-র তরফে টুইট করে জানানো হয়েছে “সেভিংস চাইলে ৬৬৬ দিনের FD স্কিমে ৮ শতাংশ হারে ROI (রেট অফ ইন্টারেস্ট) দেওয়া হবে”। এছাড়াও,”আপনি ব্যক্তিগত ঋণ চাইলে, প্রি অ্যাপ্রুভড পার্সোনাল ঋণ পাবেন।” এদিকে, এইরকমই একাধিক লাইন টুইটারে শেয়ার করা হয়েছে ব্যাঙ্কের তরফে।

সর্বোচ্চ সুদের স্কিমে বিনিয়োগের সুযোগ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৬৬৬ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে ৮.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে। মূলত, বড়দিনের সময়ে এই স্কিম শুরু করেছিল ব্যাঙ্কটি। এরপর নতুন বছরে বিনিয়োগের সুযোগ দেয় তারা। এমতাবস্থায়, আপনি PNB ওয়ান অ্যাপ এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই স্কিমে বিনিয়োগের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও, বিস্তারিত তথ্য জানার জন্য, আপনি ব্যাঙ্কের নিকটবর্তী শাখাও পরিদর্শন করতে পারেন।

১০ বছরের FD-তে সুদ: এর আগে, ব্যাঙ্ক ৬০০ দিনের একটি FD স্কিম চালু করেছিল। ব্যাঙ্কটি ৬০০ দিনের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিটে ৭.৮৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। পাশাপাশি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বর্তমানে ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে ফিক্সড ডিপোজিটের উপর ৩.৫০ শতাংশ থেকে ৬.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে।

pnb

এছাড়াও, প্রবীণ নাগরিকদের জন্য একই সময়ের ফিক্সড ডিপোজিটের সুদের হার ৪ শতাংশ থেকে ৬.৯০ শতাংশ এবং খুব প্রবীণ নাগরিকদের জন্য ৪.৩০ শতাংশ থেকে ৬.৯০ শতাংশ করা হয়েছে। তবে, ৬৬৬ দিনের FD-তে ব্যাঙ্ক প্রতি বছর ৮.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর