‘যদি সূর্যকুমার পাকিস্তানে জন্ম নিতো, তাহলে…!’ চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন পাক ওপেনারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মারলেন, মাটিতে পড়লেন, উঠলেন, আবার মারলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অভাবনীয় ব্যাটিং দেখে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। গতবছরটা জুড়ে টি-টোয়েন্টি ফরম্যাটে যেভাবে পারফরম্যান্স করেছিলেন, তারপর তাকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। আরে ২০২৩ সালের শুরুটা যেভাবে করেছেন স্কাই, তাতে মনে হচ্ছে যে তিনি সকলের প্রত্যাশাপূরণ করতেই চলেছেন।

এর আগে ২০২২-এর জুলাইতে ইংল্যান্ডে নটিংহ্যামের মাটিতে অভাবনীয় শতরান করেছিলেন সূর্যকুমার। সেবার ৫৫ বলে ১৪টি চার ও ৬টি ছক্কা সহযোগে ১১৭ রান করেছিলেন স্কাই। এরপর ২০২২ এর শেষদিকে নিউজিল্যান্ড সফরে তউরাঙ্গায় ৫১ বলে ১১১ রানের একটি ইনিংস খেলছিলেন তিনি। সেবার তার ব্যাট থেকে বেরিয়েছিল ১১টি চার ও ৭টি ছক্কা।

Surya scoop

সূর্যকুমার যাদবের শট সিলেকশন দেখে আজকে সকলেই অভিভূত হয়ে পড়েছেন। যেভাবে শুরু থেকে ইনিংসের শেষ বল অবধি অফস্টাম্পের বাইরের বল গুলিকে স্কুপ করে ডিপ স্কোয়ার লেগ বা ফাইন লেগ বাউন্ডারির সীমানা পার করালেন, তা দেখে অনেকেরই এবি ডিভিলিয়ার্সের কথা মনে পড়ে যাবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অর্থাৎ দেশের হয়েও বোধহয় টি-টোয়েন্টি এতটা ধারাবাহিক কোনওদিনই ছিলেন না মিস্টার ৩৬০°।

এবার সূর্যকুমারের ব্যাটিং নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার সালমান বাট। কিন্তু তিনি স্কাইকে নিয়ে একটি অস্বাভাবিক মন্তব্য করেছেন। সালমান বাট খুব সম্ভবত সূর্যকুমারের প্রসঙ্গে প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাকে খোঁচা মেরেছিলেন এবং মনে করিয়ে দিয়েছিলেন তার ওই মন্তব্য যেখানে রামিজ বলেছিলেন যে পাকিস্তানে ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়রা সুযোগ পাবেন না।

এইপ্রসঙ্গে পরোক্ষভাবে সালমান বাট নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় ক্রিকেটারকে টেনে বলেছেন, “আমি সর্বত্র পড়ছিলাম যে সূর্যকুমার আন্তর্জাতিক ক্রিকেটে তখন সুযোগ পেয়েছেন যখন তার বয়স ৩০-এর বেশি। আমি শুধু ভাবছিলাম যে সে ভাগ্যবান, তাই সে ভারতে জন্মেছেন। তিনি যদি পাকিস্তানে থাকতেন তবে তিনি ‘৩০-এর বেশিতে না’ নীতির শিকার হতেন।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর