দুজনেই জাভেদ, প্রথমে অস্বীকার করলেও গীতিকারের সঙ্গে ছবি দিয়ে ‘দাদু’ বলে ডাক উরফির!

বাংলাহান্ট ডেস্ক: উরফি জাভেদ (Urfi Javed) নামটা এখন সোশ‍্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে থাকে সবসময়। কারোর কাছে তিনি ‘ফ‍্যাশন কুইন’, আবার কারোর কাছে ‘ডিজাস্টার’। প্রতিদিনই ভারতীয় সংষ্কৃতি নষ্ট করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওঠে গ্রেফতারির দাবি। তবে এসব নেতিবাচক প্রচারের জোরেই এখনো লাইমলাইটে টিকে রয়েছেন উরফি।

অভিনয়ে কেরিয়ার শুরু করলেও তাঁর উত্থান মূলত বিগ বস OTT থেকে। শোয়ের মধ‍্যে বিদঘুটে ফ‍্যাশন দেখিয়ে নজর কেড়ে নিয়েছিলেন উরফি। তিনিই সবার প্রথমে বাদ পড়েছিলেন বটে, তবে বিগ বস থেকে বেরোনোর পর আর ফিরে তাকাতে হয়নি উরফিকে। খ‍্যাতি পাওয়ার রাস্তা একবার পেয়ে যেতেই আর হাতছাড়া করতে চাননি তিনি।

urfi javed dubai
প্রথম প্রথম একটা খবর ছড়িয়ে পড়েছিল, উরফি নাকি প্রবীণ গীতিকার জাভেদ আখতারের নাতনি। উরফির পদবী জাভেদ হওয়াতেই ছড়ায় এমন গুঞ্জন। যদিও উরফি গুজব উড়িয়ে স্পষ্ট জানিয়েছিলেন, জাভেদ আখতারের সঙ্গে তাঁর কোনো সংযোগসূত্র নেই। তবে অনেকেই মন্তব‍্য করেছিলেন, দুই জাভেদের মুখোমুখি সাক্ষাৎ হলে সেটা একটা দারুন ব‍্যাপার হবে।

ঘটেই গেল তা শেষমেষ। সম্প্রতি জাভেদ আখতারের সঙ্গে দেখা হয়েছিল উরফির। মুহূর্তটা ক‍্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি সোশ‍্যাল মিডিয়া তারকা। ছবিটি শেয়ার করে উরফি লিখেছেন, ‘অবশেষে আমার দাদুর সঙ্গে দেখা হল’। বলা বাহুল‍্য পুরনো ট্রোলের প্রসঙ্গ টেনেই মজা করে লিখেছেন তিনি।

একই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেও উরফি লিখেছেন, ‘উনি একজন কিংবদন্তি। সকালবেলাতেই কত মানুষ লাইন করে দাঁড়িয়েছিলেন একটা সেলফি তুলবেন বলে। কিন্তু উনি কাউকেই ফেরাননি। সবার সঙ্গে হাসিমুখে কথা বলেছেন। ওঁর উষ্ণ ব‍্যবহারে আমি মুগ্ধ হয়ে গিয়েছি।’

https://twitter.com/uorfi_/status/1611941256346886145?t=nb4JZs9lacSTyr2lyV6wfQ&s=19

প্রসঙ্গত, বছর খানেক আগে জাভেদ আখতারের নাতনি বলে ট্রোল হওয়ায় উরফি অভিযোগ করেছিলেন, এগুলো ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে। তাঁর পোশাকের জন‍্য প্রবীণ গীতিকারের সঙ্গে তাঁর নাম জড়িয়ে সম্মানহানি করার চেষ্টা হচ্ছে। এমনকি প্রতিবাদেয় সরব হয়েছিলেন শাবানা আজমিও। তবে উরফির এদিনের ছবি দেখে স্পষ্ট ট্রোলের প্রভাবে জাভেদ আখতারের সঙ্গে কোনো তিক্ততা হয়নি তাঁর।

Niranjana Nag

সম্পর্কিত খবর