ইজরায়েলের চর হয়ে গরুর দল যাচ্ছে প্যালেস্টাইন সীমান্তে! রেকর্ড করছে গোপন খবর, তুলছে ছবিও

বাংলা হান্ট ডেস্ক : অদ্ভুত পদ্ধতি! প্যালেস্টাইনি (Palestine) সেনার উপর নজরদারি চালাতে এবার গরুদের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল (Israel)। জানা গিয়েছে, চর হিসাবে প্যালেস্টাইনের সীমান্ত এলাকায় গরুর পাল পাঠানো হচ্ছে। স্থানীয়দের অধিবাসীদের অনুমান, বিশেষ ধরনের প্রশিক্ষণ দিয়ে সীমান্ত পার করে প্যালেস্টাইনের ভূখন্ডে গরুগুলিকে পাঠান হয়েছে। প্যালেস্টাইনের জাতীয় সংবাদপত্রের সূত্রেই এই খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।

স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, একসঙ্গে একাধিক গরু গ্রামের ভিতরে ঢুকে আসছে। তাদের গলায় বেশ বড় ঘণ্টা বাঁধা থাকছে। তবে সেই ঘণ্টা আদতে একটি রেকর্ড করার যন্ত্র। নানা জায়গায় ঘুরে সেই অঞ্চলের যাবতীয় কথোপকথন রেকর্ড করা হচ্ছে। কিছু গরুর শরীরে লুকিয়ে রাখা হচ্ছে গোপন ক্যামেরাও। তার ফলে সীমান্ত এলাকায় কী কী ঘটছে, গরুর মাধ্যমে সমস্ত তথ্যই চলে যাচ্ছে ইজরায়েল প্রশাসনের কাছে।

isreal 2

তবে শুধু চরবৃত্তিতেই থেমে নেই। প্যালেস্টাইনের সাধারণ মানুষের অনেক ক্ষতিও করছে এই গরুর দল। সীমান্ত এলাকার মানুষজনদের অভিযোগ, গরুর পাল চাষের জমিতে ঢুকে ফসল নষ্ট করে দিচ্ছে। জানা যাচ্ছে, চাষের জমিকে লক্ষ্য করেই গরুদের পাঠাচ্ছে ইজরায়েল। এই অভিযোগও করেছেন প্যালেস্টাইনের সীমান্ত এলাকার গ্রামের মানুষেরা। এর আগেও প্রাণীদের ব্যবহার করে প্যালেস্টাইনে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি করার অভিযোগ ওঠে ইজরায়েলের বিরুদ্ধে। বিষাক্ত ইঁদুর ছেড়ে দিয়ে গোটা সীমান্ত এলাকায় হামলা চালানোর ঘটনাও শোনা গিয়েছিল বেশ কয়েকবার।

এই বিষয়টিকে সম্পূর্ণ ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়ে তীব্র সমালোচনা করেছে ইজরায়েলের সংবাদপত্রগুলি। দীর্ঘদিন ধরেই চলে আসছে ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব। একাধিকবার আগ্রাসনের অভিযোগও উঠেছে ইজরায়েলের (Israel) বিরুদ্ধে। তবে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হলেও নিজেদের অবস্থান থেকে এক বিন্দুও সরতে রাজি নয় ইজরায়েল।

Sudipto

সম্পর্কিত খবর