বাংলাহান্ট ডেস্ক : দেশজুড়ে (India) দ্রুতগতিতে নামছে তাপমাত্রার পারদ। ঘন কুয়াশায় রাজ্য সহ দেশের নানা প্রান্ত ঢেকে যেতেই ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। ভারতীয় রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে, কুয়াশার (Foggy weather) জন্য বহু ট্রেন দেরিতে চলবে। বিশেষ করে উত্তরবঙ্গের (North Bengal) ট্রেনগুলির ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়বে। এমনকি দৃশ্যমানতা কম থাকার জেরে উত্তর ভারতেরও বহু ট্রেন ধীর গতিতে গন্তব্যের দিকে এগিয়ে যাবে।
ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন আজ অর্থাৎ ৯ই জনুয়ারি দেশজুড়ে বাতিল করেছে ২৭৪ টি ট্রেন। রেল জানিয়েছে, আজ কুয়াশার কারণে চলবে না অমৃতসর-হাওড়া ০০৪৬৮ ট্রেনটি। অন্যদিকে, বাতিল হয়েছে দেরাদূন-হাওড়া কুম্ভ express। এছাড়া, আপ কুম্ভ express হাওড়া থেকে দেরাদূনের দিকেও আজ এগোবে না বলেই জানা গিয়েছে।
এছাড়াও বাতিল করা হয়েছে, হাওড়া-বারুইপাড়া, হাওড়া-চন্দনপুর, হাওড়া-গুড়াপ, হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-সিঙ্গুর, হাওড়া-হরিপাল, হাওড়া-তারকেশ্বর, শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে একাধিক লোকাল ট্রেন। এছাড়াও চারটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদা-নৈহাটি লাইনে। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হয়েছে রানাঘাট-নৈহাটি লাইনে।
এর পাশাপাশি, বন্ধ রয়েছে নলহাটি জংশন-আজিমগঞ্জ জংশন মেমু, আসানসোল এবং বোকারোর মধ্যে আপ ও ডাউন লাইনে মেমু , টাটানগর জংশন ও আসানসোল জংশনের মধ্যকার মেমু প্যাসেঞ্জার। টাটানগর – হাতিয়া মেমু প্যাসেঞ্জারও আজ চলবে না। বাতিল করা হয়েছে ঝাড়গ্রাম ও পুরুলিয়া জংশনের মধ্যকার আপ ও ডাউন লাইনে মেমু প্যাসেঞ্জার।
কিভাবে জানবেন আজ কোন কোন ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে:
প্রথমে গুগলে গিয়ে সার্চ বারে টাইপ করতে হবে ‘NTES – Indian Rail – National Train Enquiry System,’ এরপর এটির উপর ক্লিক করে টিক দিতে হবে ‘Please confirm You are not a robot’- এ। ‘Submit’ করলে নতুন পেজ খুলবে। এরপর ‘Exceptional Trains’- অপশনে গিয়ে ‘Cancelled Trains’-এ ক্লিক করতে হবে। এরপর এই পেজটি সাবমিট করলে আপনি দেখতে পাবেন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।