বাংলাহান্ট ডেস্ক: হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়াছুড়ি নিয়ে এমনিতেই উত্তপ্ত বাংলার রাজনীতি। রবিবার ফের একবার হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রেল। জানিয়েছে, এমন কোনও ঘটনাই ঘটেনি। এরই মধ্যে অন্য একটি ট্রেনে (Indian Railways) পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে।
রবিবার হুল এক্সপ্রেসের (Hool Express) কামরা লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে একটি ছবি ভাইরাল হয়েছে। এছাড়াও অনেক যাত্রী সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। যাত্রীদের অভিযোগ, রবিবার দুপুর দেড়টা নাগাদ সিউড়ি থেকে হাওড়াগামী হুল এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়। দুপুর আড়াইটে নাগাদ ট্রেন উখড়া স্টেশন পেরোয়। তখনই একটি কামরার দরজার কাঁচে একটি ঢিল এসে লাগে। কামরার দরজা এক দিক থেকে খোলা ছিল।
সেই খোলা দিক থেকেই ট্রেনে ঢিল ছোঁড়া হয়। সেটি গিয়ে লাগে অপরদিকের বন্ধ দরজায়। সেই দরজার কাঁচ ভেঙে মেঝেতে পড়ে। এই ঘটনার জেরে স্বভাবই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায় ভাঙা কাঁচের ছবি। পাশাপাশি, প্রশ্ন উঠতে শুরু করে, বাংলায় ট্রেনের যাত্রীদের নিরাপত্তা ঠিক কতটা রয়েছে? অন্যদিকে, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসেও রবিবার পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ।
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি জানিয়েছেন, একটি স্ক্র্যাচ দেখিয়ে দাবি করা হচ্ছে সে ট্রেনে হামলা হয়েছিল। এ নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এমনকী, কোনও ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। যদিও যাত্রীদের জন্য পরিষেবা চালু হওয়ার পরেই পরপর দু’দিন পাথর ছোঁড়া হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে। এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলে বিজেপি।
রেল সূত্রে জানা গিয়েছিল, দ্বিতীয় বারের পাথর ছোঁড়ার ঘটনাটি বিহারে ঘটেছিল। বিহার ও বাংলার সীমান্তে গত মঙ্গলবার বেলা ১২টা ৫৫ মিনিটে এই ঘটনা ঘটেছিল। এই ঘটনার জেরে রাজ্য জিআরপি ও রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তদন্তে গ্রেফতার হয়েছে এক নাবালক। ট্রেনে লাগানো সিসিটিভি ক্যামেরায় হামকারীদের ছবি ধরা পড়েছিল। সেই ভিত্তিতেই চিহ্নিত করা হয় তিন অভিযুক্তকে। এর আগে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। মালদার কুমারগঞ্জ এলাকায় এই হামলা হয় বলে জানায় রেল পুলিশ।