ছোটবেলায় মা হারা, মাধ‍্যমিকের আগে চলে যান বাবাও! হবিষ‍্যি খেয়ে পরীক্ষা দিয়েছিলেন পল্লবী

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। কয়েকটি মাত্র সিরিয়ালেই এখনো পর্যন্ত কাজ করেছেন তিনি। কিন্তু সিরিয়ালপ্রেমী হয়েও পল্লবীকে চেনেন না, এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। মূলত ‘জবা’ নামেই তাঁকে বেশি চেনেন দর্শকরা। ‘কে আপন কে পর’ সিরিয়ালের এই চরিত্রটার মাধ‍্যমেই জনপ্রিয়তার চুড়ায় ওঠেন পল্লবী।

তাঁর অভিনয়ে পা রাখা অবশ‍্য আরো আগে। ২০১২ তে মাত্র ক্লাস টেনে পড়ার সময়েই অভিনয়ে হাতেখড়ি হয়ে যায় পল্লবীর। তাঁর প্রথম সিরিয়ালের নাম ‘নদের নিমাই’। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে পল্লবী জানান, তাঁর পিসি অভিনয়  জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গেই গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে এক পরিচালকের পল্লবীকে দেখে পছন্দ হয়ে যায়। সুযোগ পেয়ে যান প্রথম সিরিয়ালে।

pallavi sharma
ছোটবেলাটা মোটেই সহজ ছিল না পল্লবীর কাছে। ক্লাস টু-থ্রিতে পড়ার সময়েই নিজের মাকে হারান তিনি। ব্রেন টিউমর হয়েছিল অভিনেত্রীর মায়ের। বাবা, দাদা ব‍্যবসার কাজ নিয়ে ব‍্যস্থ থাকতেন। বেশিরভাগ সময়েই বাইরে বাইরে ঘুরতে হত। ওই পিসিই মানুষ করেছিলেন পল্লবীকে।

প্রথম সিরিয়াল শেষ হওয়ার পর ২০১৩ সালে মাধ‍্যমিক দেওয়ার সময়ে দ্বিতীয় বার বিপর্যয় নেমে আসে পল্লবীর জীবনে। পরীক্ষার ঠিক আগের দিন পিতৃহারা হন তিনি। সংবাদ মাধ‍্যমের কাছে পল্লবী বলেন, জীবনের প্রথম বড় পরীক্ষায় সব সহপাঠীদের বাবা মাদের সন্তানদের যত্ন করতে, ডাব খাওয়াতে দেখতেন। আর তিনি সেসময়ে হবিষ‍্যি খেয়ে পরীক্ষা দিতে যেতেন।

একাকীত্ব ছোট থেকেই বারে বারে ফিরে এসেছে পল্লবীর জীবনে। জবার চরিত্রে ব‍্যাপক খ‍্যাতি পাওয়ার পর নিজস্ব ফ্ল‍্যাট কিনেছেন তিনি। যে পিসি মানুষ করেছিলেন তিনিও মারা গিয়েছেন বছর কয়েক আগে। জীবনে প্রেমও এসেছিল পল্লবীর। কিন্তু সেখানেও শান্তি পাননি তিনি। মানুষটা ভুল বুঝতে পেরে সরে এসেছেন।

এখন একার সংসার পল্লবীর। বাবা মায়ের অভাব বোধ করেন এখনো। সিরিয়ালে নিউক্লিয়ার ফ‍্যামিলির মেয়ে পর্ণা যৌথ পরিবার ভালবেসে বিয়ে করেছে। কিন্তু বাস্তবে পল্লবী চান একটু শান্তি আর এমন কাউকে, যার মধ‍্যে নিজের বাবার ছায়া দেখতে পাবেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর