বেসরকারীকরণের জের, এই বড় ব্যাঙ্ক বিক্রি করতে চলেছে সরকার! কী হবে গ্রাহকদের?

বাংলাহান্ট ডেস্ক : ব্যাঙ্কের বেসরকারীকরণ (Bank Privatisation) নিয়ে প্রকাশ্যে এল একটি বড় খবর। গত বছরেই বাজেট সম্পর্কিত ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Minister of Finance of India) নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানিয়েছিলেন যে তিনি আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) অংশীদারিত্ব বিক্রি করতে চলেছেন। এর পাশাপাশি তিনি আরোও জানান যে, বেশকয়েকটি ব্যাঙ্কের বেসরকারিকরণের তালিকা তৈরীর প্রক্রিয়াও শেষ হতে চলেছে।

এই প্রসঙ্গে আপনাদের জেনে রাখা দরকার যে, ইতিমধ্যেই অনেক কোম্পানি এইসব ব্যাঙ্কগুলির জন্য নিলামের ব্যবস্থাও করছে। বর্তমানে, মধ্যপ্রাচ্যের একটি ব্যাঙ্কিং কোম্পানি এমিরেটস এনবিডি এবং বিলিয়নেয়ার প্রেম ভ্যাটসের নেতৃত্বাধীন কানাডার ফেয়ারফ্যাক্স গ্রুপ উভয়ই আইডিবিআই ব্যাঙ্কের শেয়ারের অংশীদারিত্ব কেনার জন্য বিপুল আগ্রহ দেখাচ্ছে।

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এমিরেটস এনবিডি এবং ফেয়ারফ্যাক্স গ্রুপ এই সপ্তাহে এই ব্যাঙ্কের শেয়ার কেনার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) জমা দিতে পারে। পাশাপাশি, লুক্সেমবার্গের প্রাইভেট ইক্যুইটি কোম্পানি সিভিসি ক্যাপিটাল পার্টনার্সও এই চুক্তিতে অংশীদারিত্ব কিনতে এগিয়ে আসতে পারে। যদিও এখন পর্যন্ত, এই সম্পর্কিত কোন নিশ্চিত তথ্য ঘোষণা করা হয়নি এবং এর ইআইও জমা দেওয়ার বিষয়েও আপাতত কোন তথ্য পাওয়া যায়নি।

BANK 1 1

প্রসঙ্গত উল্লেখ্য, এই ব্যাঙ্কে এলআইসি এবং কেন্দ্রীয় সরকারের মোট শেয়ার রয়েছে ৯৪.৭১%, যার মধ্যে সরকারের প্রায় ৪৫% রয়েছে। অন্যদিকে, বাকিটা এলআইসির অংশ। বেসরকারিকরণের এই সিদ্ধান্তের পর ব্যাঙ্কটিতে সরকারের শেয়ার থাকবে মাত্র ১৫%। আপনার জেনে নেওয়া দরকার যে, মোদী সরকার এবং এলআইসি একসাথে আইডিবিআই ব্যাঙ্কে তাদের ৬০.৭২% শেয়ার বিক্রি করতে চলেছে। এই শেয়ারে অনুপাতের বিষয়ে কথা বললে, সরকারের অংশ হবে ৩০.৪৮% এবং এলআইসি-এর অংশীদারি হবে ৩০.২৪%।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর