UCC গঠনের জন্য সবুজ সংকেত! ‘এক দেশ এক আইন’ নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্ক : ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। কথা ছিল গুজরাট (Gujarat) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand) দেশের মধ্যে প্রথম এই অভিন্ন দেওয়ান বিধি চালু হওয়ার কথা ছিল। কিন্তু এর বিরুদ্ধে মামলা হয় সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলাকে বাতিল করে দিল বলে জানা যাচ্ছে। সর্বোচ্চ আদালতের প্রধানবিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় এবং পিএস নরসিংহ বলেন,’ধারা ১৬২ অনুসারে রাষ্ট্রের ক্ষমতা রয়েছে কমিটি গঠন করার। যদি রাষ্ট্র তা করে তাহলে তাতে ভুলে তো কিছু নেই।’

২০২২ সালের মে মাসে উত্তরাখণ্ড সরকার একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করে অভিন্ন দেওয়ান বিধি চালু করার জন্য। সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই-এর নেতৃত্বে এই কমিটি তৈরি হয়। একই ভাবে গুজরাটেও একটি কমিটি তৈরি হয়। কিন্তু অনুপ বারানওয়াল নামে এক ব্যক্তি এই কমিটির বিরুদ্ধে মামলা করেন শীর্ষ আদালতে। সেই মামলারই রায় দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানাল, ‘রাষ্ট্র তথা রাজ্যের অধিকার রয়েছে যেকোনও সাংবিধানিক কমিটি তৈরি করার।’

bcc

তত্ত্বগতভাবে এই বিষয়টি গুছিয়ে আনার কাজ শুরু হয়েছিল অনেক আগেই। এবার শুরু হবে সক্রিয় পদক্ষেপ। গুজরাটের বিধানসভা নির্বাচনে রেকর্ড জয়ের রেশ থাকতে থাকতেই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি শুরু করে দিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের প্রক্রিয়া। এই বিলের উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন ধর্ম, উপজাতি, জনজাতি, জনগোষ্ঠী, আদিবাসীদের মধ্যে বিয়ে, উত্তরাধিকার ও দত্তকসংক্রান্ত যেসব ভিন্ন ভিন্ন নিজস্ব আইন ও রীতি রয়েছে, তা জাতি-ধর্মনির্বিশেষে এক ও অভিন্ন করে তোলা।

সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে মুসলিম ল বোর্ডের মতো প্রতিষ্ঠান অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। আদিবাসীসহ বিভিন্ন ধর্মীয় জনজাতির নিজস্ব রীতিও বাতিল হবে। জাতিগত বিভেদ উসকে দিয়ে আগামী নির্বাচনে হিন্দু ভোট টানতে বিজেপি আইনটি করতে চায় বলে মনে করছেন বিরোধীরা।

Sudipto

সম্পর্কিত খবর