নতুন বছরে নতুন ‘বউ’, শ্বেতার পর এবার দেবের ‘ইন্দুবালা’ হচ্ছেন সৃজলা

বাংলাহান্ট ডেস্ক: ‘নায়িকা চাই’, সোশ্যাল মিডিয়ায় ঘোষনা করেছিলেন দেব (Dev)। তাঁর প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের তরফে নায়িকার খোঁজে কাস্টিং কল করা হয়েছিল। দেবের আসন্ন ছবি ‘বাঘাযতীন’ এর জন্য একেবারে আনকোরা নতুন মুখের সন্ধানে ছিলেন প্রযোজক দেব। অবশেষে পেলেন তিনি কাঙ্খিত অভিনেত্রী।

‘বাঘাযতীন’ ছবিতে বাঘা যতীন অর্থাৎ দেবের স্ত্রী ইন্দুবালার চরিত্রের জন‍্য নায়িকা খোঁজা হচ্ছিল। তার জন্য দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস এর তরফে একটি বিশেষ ঘোষনা করা হয়েছিল কয়েক মাস আগে।

Dev bagha jatin

বাঘা যতীন ছবিতে নায়িকার জন‍্য নতুন মুখের সন্ধান করে একটি পোস্ট করা হয়েছিল প্রযোজনা সংস্থার সোশ‍্যাল মিডিয়া প্রোফাইলে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি থেকে ৫ ফুট ৭ ইঞ্চি হতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ‍্যে। পোর্টফোলিও পাঠানোর জন‍্য শেয়ার করা হয়েছিল যাবতীয় তথ‍্য।

অবশেষে নাকি একজন নায়িকা পাওয়া গিয়েছে যে এই সমস্ত ‘ক্রাইটেরিয়া’ পূরণ করতে পেরেছে। বিভিন্ন কলেজেও অডিশনের ব্যবস্থা করা হয়েছিল বলে খবর। তাতেই মিলেছে সুফল। এক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই নাকি ভবিষ্যতের নায়িকাকে খুঁজে পেয়েছেন দেব। জানা যাচ্ছে, মেয়েটির নাম সৃজলা দত্ত।

তবে এই সৃজলা কিন্তু টেলিপাড়ার অভিনেত্রী সৃজলা নন। দেবের নতুন নায়িকার অভিনয় জগতের সঙ্গে কোনো যোগসূত্রই নেই। অর্থাৎ দেব যেমনটা চাইছিলেন ঠিক তেমনটাই পেয়েছেন সৃজলার মধ্যে। প্রথম অভিনয়ের জন্য নাকি ওয়ার্কশপও শুরু করে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বাঘা যতীন ছবিতে পরিচালনা করছেন অরুণ রায়। পরিচালক আগে জানিয়েছিলেন গত দেড় বছর ধরে তিনি বাঘা যতীনের চিত্রনাট‍্য লিখছেন। এর থেকে বেশি আর কিছুই বলতে রাজি হননি তিনি। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি ভিএফএক্সের কাজ বেশি থাকবে।

Niranjana Nag

সম্পর্কিত খবর