বড়সড় ঝটকা! ১৮ থেকে ২৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বিদ্যুতের দাম, মাথায় হাত রাজ্যবাসীর

বাংলাহান্ট ডেস্ক : যোগীরাজ্যের বাসিন্দাদের জন্য দুঃসংবাদ। উত্তরপ্রদেশে (Uttarpradesh) গ্রাম হোক বা শহর দাম ইউনিট প্রতি বিদ্যুতের বৃদ্ধি পেতে পারে। যোগী রাজ্যের বিদ্যুৎ কোম্পানিগুলি বিদ্যুতের দাম বাড়াতে চলেছে। আর এই মূল্যবৃদ্ধি (Price hike) সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের জীবন তথা বিভিন্ন শিল্প খাত থেকে কৃষি ক্ষেত্রেও। উত্তরপ্রদেশের গার্হস্থ্য বিদ্যুতের মূল্যস্ফীতির জেরে গ্রাহকরা বড় ধাক্কার সম্মুখীন হতে পারেন বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, আগামী দিনে তাদের বিদ্যুৎ বিল (Electric bill) অনেক বেশি হতে চলেছে কারণ বিদ্যুৎ কোম্পানিগুলো বিদ্যুতের দাম ১৮ থেকে ২৩ শতাংশ বাড়াতে চলেছে। সূত্রের খবর অনুসারে, রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলি এই প্রস্তাবটি বিদ্যুৎ নিয়ন্ত্রক বোর্ডের কাছে পাঠিয়েছে, যার ভিত্তিতে যোগী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।

সূত্রের খবর, গার্হস্থ্য গ্রামীণ গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩.৫০ টাকা থেকে বেড়ে ৪.৩৫ টাকা (প্রথম ১০০ ইউনিট) হবে। ৩০০ ইউনিটের বেশি খরচে করলে ইউনিট প্রতি দাম দিতে হবে ৫ টাকা করে অর্থাৎ প্রতি ইউনিট ৫০ পয়সার পরিবর্তে প্রতি ইউনিট ৭ টাকা হারে পরিশোধ করতে হবে। একইভাবে, শহুরে গার্হস্থ্য গ্রাহকরা ৩০০ ইউনিটের বেশি বিদ্যুত ব্যবহার করলে, প্রতি ইউনিট অনুযায়ী তাদের ৬.৫০ টাকার পরিবর্তে, তাদের প্রতি ইউনিট ৮ টাকা করে দিতে হবে।

electricity demand

এছাড়া বিদ্যুৎ কোম্পানিগুলোর পাঠানো প্রস্তাবে শিল্প খাতে দেওয়া বিদ্যুতের দাম বাড়ানোর কথাও বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী শিল্প খাতে প্রদত্ত বিদ্যুতের হার ১৬ শতাংশ, বাণিজ্যিক দর ১২ শতাংশ এবং কৃষি খাতে ১০ থেকে ১২ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। সরকার যদি বিদ্যুৎ কোম্পানিগুলির এই প্রস্তাব মেনে নেয়, তাহলে সেক্ষেত্রে আমজনতার পকেটে ভালোমতোই টান পড়বে বলে মনে করা হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর