স্কুলে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকার প্রতারণা! গ্রেফতার জলপাইগুড়ির শিক্ষক

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির পর দুর্নীতি! বিগত কয়েক মাস ধরে একের পর এক দুর্নীতির অভিযোগে ছেয়ে গেছে চারিদিক। আর সেই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে বঙ্গের নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। এবার শেষ রেশ বজায় রেখেই স্কুলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে রাজগঞ্জের (Raiganj) এক স্কুল শিক্ষককে (School Teacher) গ্রেফতার করল পুলিশ।

কী জানা যাচ্ছে? কোচবিহার (Coochbehar) জেলার মাথাভাঙা (Mathabhanga) শহরের বাসিন্দা বাপ্পা মালাকার। তাঁর দাবি, প্রায় ৩ বছর আগে আপার প্রাইমারিতে চাকরির পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন তিঁনি। এরপরেই এক এজেন্টকে নিয়ে তাঁর বাড়িতে আসেন সেই জেলারই শীতলকুচির বাসিন্দা ওপর এক স্কুল শিক্ষক সন্তোষ বর্মন। বাপ্পার অভিযোগ, চাকরির নিশ্চয়তা দিয়ে তাঁর থেকে মোট ১৭ লাখ টাকা নেন রাজগঞ্জ ব্লকের আমবাড়ি চিন্তামোহন হাইস্কুলের বাংলার শিক্ষক সন্তোষ।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি সামনে আসতেই বাতিল হয় সেই প্যানেল। এরপর সর্বস্ব খুইয়ে নিজের দেওয়া টাকা ফেরত চাইতে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে যান বাপ্পা। এরপরেই তিঁনি জানান, “সেখানে গিয়ে দেখি আরও কয়েকজন প্রতারিত টাকা ফেরত চাইতে এসেছেন। সবাইকে নিয়ে বৈঠক করেন সন্তোষ। টাকা ফেরত দেবেন বলে রাজিও হয়ে যান। কিন্তু এরপর থেকে আর ফোন ধরতেন না।”

এরপর সোমবার দুপুরে প্রতারিতরা একত্র হয়ে ফের অভিযুক্ত শিক্ষক সন্তোষের স্কুল শেষে সেখানেই তাঁকে দাঁড় করিয়ে টাকা ফেরত চান। তবে টাকা ফেরত দেওয়াতো দূর, উল্টে তাঁর অভিযোগ, সন্তোষ টাকা নেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করে তাঁদের প্রাণনাশের হুমকি দেন। এরপরেই প্রতারিত শিক্ষকরা সন্তোষকে আমবাড়ি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন শিক্ষকেরা। সূত্রের খবর, অভিযুক্তকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

অভিযোগকারী শিক্ষক বাপ্পার দাবি, “আমি বাড়ি বিক্রি করে ১৭ লক্ষ টাকা দিয়েছি। এখন ভাড়া বাড়িতে রয়েছি। চাকরি না হওয়ায় বহুবার তার বাড়িতে গিয়েছি টাকা চাইতে। আরও বহু চাকরিপ্রার্থী রয়েছে তারাও এই শিক্ষককে বহু টাকা দিয়েছে। কোনও টাকাই কেউ ফেরত পায়নি।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর