বাংলা হান্ট ডেস্ক : শিল্প আসেনি, হয়নি বিনিয়োগও। পুঁজি আনতে এবার শিল্পের জমির দাম কমানোর সিদ্ধান্ত ছিল রাজ্য সরকার। জমির দাম বেশি তাই শিল্পের জন্য পার্ক (industrial park) তৈরিতে সাড়া মেলেনি গত চার মাসে। একরকম বাধ্য হয়েই জমির দাম কমানোর সিদ্ধান্ত নিল ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর।
গত বছর ৫ অগস্ট শিল্প পার্ক তৈরির জন্য ৯৯ বছরের লিজ দেওয়ার কথা ঘোষণা করে বাংলার সরকার। সরকারি জমিতে পার্ক করার জন্য প্রাইভেট ডেভেলপার, অন্ত্রপ্রিনিয়রদেরকে টেন্ডারে অংশ নিতে বলা হয়। যাদের শিল্প পার্ক অথবা ক্লাস্টার তৈরির অভিজ্ঞতা আছে তাদের আগ্রাধিকার দেওয়ার কথাও ঘোষণা করা হয়। শর্ত ছিল ন্যূনতম পাঁচ একর জমি নিতে হবে। আরও বলা হয় এক জনের বেশি আবেদন করলে যিনি সবথেকে বেশি দর দেবেন তিনিই বরাত পাবেন। এছাড়াও বলা হয় অফার লেটার পাওয়ার ৩০ দিনের মধ্যে ১০ শতাংশ টাকা দিতে হবে।
শিল্পোদ্যোগীরা রাজ্য সরকারককে জানায়, সরকারের জমির দাম অনেক বেশি। এর চেয়ে অনেক কম দামে ওইসব এলাকায় ব্যক্তিগত মালিকানাধীন জমি পাওয়া যাচ্ছে। তাই সরকার যদি দাম না কমায় তাহলে সরকারি জমি কেনা সম্ভব নয়। এবার বিনিয়োগ আনতে শিল্পোদ্যোগীদের দাবি মেনে নিল রাজ্য সরকার। অবশেষে জমির দাম কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, ‘রাজ্য সরকার দেখেছে যে বাজারের তুলনায় জমির দাম বেশি হচ্ছে। শিল্পপতিরা অনেকেই জানান সেকথা। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মনে হয় শিল্পপতিরা আরও আকৃষ্ট হবেন, আরও এগিয়ে আসবেন।’ তিনি এদিন আরও বলেন, ‘সমস্যার কিছু নেই, এটা বোঝা যায় যে বাজারের ভ্যালুর সঙ্গে একটা সামঞ্জস্য রাখতে হবে। সেই হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কারোর কোনও অসুবিধা হবে বলে আমাদের মনে হয় না’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার