কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমবায় নির্বাচনে ‘লাল ঝড়”, শূন্য হাতে ফিরতে হল তৃণমূলকে

বাংলা হান্ট ডেস্কঃ জেলার পর এবার শহর! নগরীর বুকে বিরাট জয় সিপিএম (CPM) এর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) কৰ্মচারী সমবায় সমিতির নির্বাচনে শাসকদলকে পরাজিত করে জয়ী সিপিএম সমর্থিত সংগঠন। মোট এগারোটি আসনের মধ্যে দশটিই বামেদের ঝুলিতে। অবশিষ্ট একটি আসনে জয়ী হয়েছে এসইউসিআই (SUCI) মনোনীত প্রার্থী।

অন্যদিকে শাসকদল তৃণমূলের (TMC) ঝুলিতে গেল না একটিও আসন। শূন্য হাতেই ফিরতে হল তাদের। প্রসঙ্গত, ২০১৭ সালে শেষবার এই কৰ্মচারী সমবায় সমিতির নির্বাচন সংঘটিত হয়েছিল। সেইবার জয়ী হয়েছিল কংগ্রেস সমর্থিত ইউনিয়ন। তবে এবার তা গেল বামেদের দখলে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমবায়ে কোনও কোনো আধিপত্যই কায়েম করতে পারলেনা তৃণমূল। উল্লেখ্য, তৃণমূল জমানার প্রথম থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেনেট, সিন্ডিকেট নির্বাচন নিয়ে তৎপর বামেরা। অনেকসময় সেই নির্বাচন না হওয়ায়, তা নিয়ে শিক্ষা মহলের মধ্যে সমালোচনা হয়েছে। যদিও তাতে লাভের লাভ কিছুই হয়নি।

অন্যদিকে, অভিযোগ ওঠে মঙ্গলবার সন্ধ্যায় ফলপ্রকাশের পর জয়ী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্টিফিকেট দিতে টালবাহানা শুরু হয়। এরপর কর্তৃপক্ষকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হয় জয়ী প্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর নিয়মমাফিক শংসাপত্র দেওয়া হয়।

calcutta uni

সমস্ত দলকে পরাজিত করে এবারের সমবায় সমিতির নির্বাচনে লাল বাহিনীর এই জয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতিতে এক বড় ঘটনার ইঙ্গিত দিল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অধিকাংশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর