বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৬৭ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। শ্রীলঙ্কার সামনে কোহলিরা (Virat Kohli) পাহাড় প্রমাণ রানের টার্গেট রাখার পর মহম্মদ সিরাজ (Md. Siraj), উমরান মালিকদের (Umran Malik) দুর্দান্ত বোলিংয়ে দ্বীপরাষ্ট্রের দলকে কোণঠাসা করে দিয়েছিল ভারত। শেষদিকে আগ্রাসী ব্যাটিং করে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা (Dasun Shanaka) হারের ব্যবধান অনেকটা কমিয়ে আনেন।
তবে আরও যে ক্রিকেটারে যেমন পারফরম্যান্সই করে থাকুক না কেন, ভারতের জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল কাল বিরাট কোহলির। কাল নিজের ৪৫ তম ওডিআই শতরানটি পেয়েছেন তিনি। শেষপর্যন্ত আউট হয়েছিলেন ৮৭ বলে ১১৩ রান করে। এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার ৭৩ তম শতরান।
বিরাট কোহলি কাল সচিন টেন্ডুলকারের একটি বিষয় রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। এতদিন ঘরের মাটিতে সর্বোচ্চ শতরান করা রেকর্ডটি ছিল মাস্টার ব্লাস্টারের একার নামে। ১৬৪ ম্যাচ খেলে ২০টি শতরান করেছিলেন তিনি। কোহলি ১০২টি ম্যাচ খেলেই ওই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন।
তবে এটি একমাত্র রেকর্ড নয় যেটা কাল বিরাট কোহলি গড়েছেন। এতদিন, ওপেনার নন এমন ব্যাটার হিসাবে সর্বোচ্চ শতরানের রেকর্ডটি দখলে ছিল রিকি পন্টিংয়ের। কিন্তু বিরাট কোহলি পরপর দুটি ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে পন্টিংকে টপকে গিয়েছেন। একমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে শতরানটিই ওপেনার হিসেবে করেছিলেন বিরাট।
ওপেনার নন এমন ব্যাটারদের সর্বোচ্চ শতরানের তালিকা:
*বিরাট কোহলি: ৭২*
*রিকি পন্টিং: ৭১
*জ্যাক ক্যালিস: ৬২
*কুমার সাঙ্গাকারা: ৫৯
*সচিন টেন্ডুলকার: ৫৫