বাংলাহান্ট ডেস্ক: রাজধানী দিল্লি ধীরে ধীরে অপরাধেরও রাজধানী হয়ে উঠছে। জনসমক্ষে দিনে দুপুরে একটি খুনের ঘটনা ঘটল দিল্লির মায়াপুরী এলাকায়। এক দুষ্কৃতীর ছুড়ির আঘাতে প্রাণ হারালেন দিল্লি পুলিশের এএসআই শম্ভু দয়াল। প্রায় এক ডজনেরও বেশি বার পুলিশকর্মীকে ছুড়ি দিয়ে আঘাত করে ওই দুষ্কৃতী। এরপর প্রায় দেড় ঘণ্টা পুলিশের হাত থেকে পালিয়ে বেড়ায় সে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর নাম অনীশ। জানুয়ারির ৪ তারিখ এএসআই শম্ভু দয়াল অনীশকে মায়াপুরী থানায় নিয়ে যাচ্ছিলেন। তখনই হঠাৎ ছুড়ি দিয়ে তাঁকে আঘাত করে সে। প্রায় ১২ বার ছুড়ির আঘাতে গুরতর আহত হন শম্ভু। কিন্তু তাতেও দমে না গিয়ে ওই দুষ্কৃতীর সঙ্গে লড়তে থাকেন তিনি।
অনীশকে ধরে মাটিতে ফেলে দিলেও অনীশ ফের উঠে শম্ভুকে কোপাতে থাকে। এরপর সুযোগ বুঝে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে সে। কিন্তু তাকে ধাওয়া করেন এলাকার মানুষ থেকে পুলিশকর্মীরা। এর মধ্যে একজন বাইক আরোহীর গলায় ছুড়ি ঠেকিয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করে অনীশ। এরপর একটি নির্মিয়মান বাড়িতে যায় সে।
সেখানে এক শ্রমিকের গলাতেও ছুড়ি ঠেকিয়ে তাঁকে বন্দী করতে চায়। কিন্তু ততক্ষণে পুলিশকর্মীরা অনীশকে ধরে ফেলেন। কিন্তু গুরুতর আহত শম্ভু দয়াল চিকিৎসা চলাকালীন প্রাণ হারিয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, পুলিশকর্মীকে ছুড়ি দিয়ে আঘাত করছে অনীশ।
ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত অনীশকে থানায় নিয়ে যাচ্ছেন এএসআই। তাঁদের পিছনে অনেক মানুষই হাঁটছিলেন। কিছুক্ষণের জন্য পিছনে ফিরে তাকান শম্ভু। এই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত অনীশ তার কোমর থেকে একটি ছুড়ি বের করে। তারপর পুলিশকর্মী কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এলোপাথারি কোপাতে থাকে। শম্ভু ক্রমাগত অনীশকে ধরার চেষ্টা করে যান। কিন্তু পারেননি। আশেপাশের লোকজনও এতে হকচকিয়ে যান ও স্রেফ দর্শক হয়ে দাঁড়িয়ে পড়েন।