TMC বিধায়কের বিড়ি কারখানা, চালকলে আয়কর হানা! শোরগোল মুর্শিদাবাদে

বাংলা হান্ট ডেস্কঃ ফের বঙ্গে আয়কর হানা (IT Raid)। বুধবার সকালে শাসকদলের বিধায়কের (TMC MLA) বাড়ি ও বিড়ি কারখানায় হানা দিল আয়কর দফতর। মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের (Zakir Hossain) বিড়ি কারখানায় অভিযান চালিয়েছে ইনকাম ট্যাক্স বিভাগ।

কী জানা যাচ্ছে? সূত্রের খবর মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বেশ কয়েকটি বিড়ি ফ্যাক্টরি অভিযান চালায় আয়কর দফতর। যার মধ্যে সুতিতে তৃণমূলের জাকির হোসেনের শিব বিড়ি ফ্যাক্টরীও সামিল রয়েছে। এদিন বেলা ১১ টা নাগাদ কারখানাতে হানা দেয় আয়কর দফতরের বিশাল প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

   

সেখানে পৌঁছানোর সাথে সাথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কারখানার চারিদিক কড়া নিরাপত্তায় ঘিরে ফেলেন। জানা গিয়েছে মোট তিনটি গাড়ি নিয়ে আয়কর আধিকারিকরা কারখানায় প্রবেশ করেন। তৃণমূল নেতার কারখানায় আয়কর হানায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

এখানেই শেষ নয়, বিড়ি কারখানার পাশাপাশি,এক চালকলেও তদন্ত অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকরা। ওই চালকলটিও বিধায়ক জাকির হোসেনের বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, অতীতে রাজ্যের মন্ত্রীর পদেও আসীন ছিলেন জাকির হোসেন। তবে এদিন ঠিক কী কারণে, তাঁর বিড়ি কারখানা ও চালকলে আয়কর হানা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

it raid

পাশাপাশি বিধায়কের কাছ থেকেও এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে এক তৃণমূল বিধায়কের কারখানায় আয়কর হানা প্রসঙ্গে শাসকদলের ওপর বিধায়ক মদন মিত্র বলেন, “শাসন করা তাঁরই সাজে সোহাগ করে যে।” শুধু তাই নয় পাশাপাশি এদিন কেন্দ্রকে খোঁচা দিয়ে কামারহাটির বিধায়ক বলেন, “টাকা দেওয়া হচ্ছে না অথচ হিসেব চাইতে আসছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর