বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া ক্রমশই ট্রোলার, মিমারদের দখলে চলে যাচ্ছে। মানবিকতা শিকেয় তুলে যেকোনো বিষয় নিয়েই কুরুচিকর ঠাট্টা তামাশা চলছে। এমনকি প্রয়াত ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) নিয়ে কুৎসিত মিম বানানো হয়েছে। আপাতত ভাইরাল এই মিম ঘিরে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ছোট মেয়ের অকালমৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রীর মা শিখা শর্মা। প্রয়াত ঐন্দ্রিলার ফেসবুক অ্যাকাউন্টটিকেও আবার সক্রিয় করেছেন তিনি। সব্যসাচী ঐন্দ্রিলার পুরনো ভিডিও, ছবি আবারো শেয়ার করছেন তিনি। কিছুদিন আগে সব্যসাচীর জন্মদিনের একটি পুরনো ভিডিও শেয়ার করেছিলেন প্রয়াত অভিনেত্রীর মা।
এবার ফের জুটির একটি পুরনো ছবি শেয়ার করে সুপ্রভাত জানান শিখা শর্মা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। ঐন্দ্রিলার স্মৃতি রোমন্থন করে আবেগঘন হয়ে পড়েন অনেকে। এর মধ্যেই একটি মিম পেজের তরফে ওঠে বিষ্ফোরক অভিযোগ।
ঐন্দ্রিলার অ্যাকাউন্টে শেয়ার করা ছবিটি নিয়ে কুরুচিকর মিম বানানোর অভিযোগ উঠেছে একটি পেজের বিরুদ্ধে। পোস্টটি শেয়ার করে লেখা হয়েছে, ‘শব সাধনা করে মৃত্যুর পরে জীবন পাওয়া সম্ভব। ৫০১ টাকা দক্ষিণা দিয়ে অ্যাডমিনের সঙ্গে কনসালট করুন এখনই।’
মিমটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। একজন মৃত মানুষ, এক সন্তানহারা মায়ের কষ্ট নিয়ে কীভাবে এমন ঠাট্টা করা যায়? চরম রুচিহীনতা এবং নিম্ন মানসিকতার পরিচয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন নেটনাগরিকরা। তবে বিতর্কিত মিমটি এখন আর নেই ওই পেজে।
সম্প্রতি শিখা শর্মা আক্ষেপ করেন, ঐন্দ্রিলাকে নাকি সবাই ভুলে যাচ্ছে ধীরে ধীরে। দিন কয়েক আগে ঐন্দ্রিলার একটি ফ্যানপেজের তরফে লেখা হয়েছিল, সবাই ভুলে যাচ্ছে তাঁকে। সেই পোস্টটি শেয়ার করে শিখা শর্মা লেখেন, ‘এক সময় সবাই ভুলে যাবে আমার মানিককে। শুধু আমরা মা বাবা সবার থেকে আলাদা হয়ে যাব আর তোমার সাথে প্রতি মুহূর্তে কথা বলব। তোমার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখব ভীষণ ভাবে’।
এরপর তিনি নিজেই উদ্যোগী হয়ে ঐন্দ্রিলার অ্যাকাউন্টটি আবার সক্রিয় করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মেয়েকে সবার মনে বাঁচিয়ে রাখতে চান অভিনেত্রীর মা। তাই মাঝেমধ্যেই ঐন্দ্রিলার ছবি, ভিডিও শেয়ার করছেন তিনি।