ভাঙল দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক! ‘এক হাতে তালি বাজে না’, বিষ্ফোরক শার্লি

বাংলাহান্ট ডেস্ক: একদিকে যেমন নতুন সম্পর্ক তৈরি হচ্ছে ছাদনাতলায়, অপর দিকে তেমনি কিছু সম্পর্ক ভেঙেও যাচ্ছে। বিনোদন জগতে সম্পর্কের অনিশ্চয়তা নিয়েও প্রশ্ন উঠেছে বহুবার। এখানে পাঁচ মাসের সম্পর্কও যেমন ভাঙে, তেমন পাঁচ বছরের সম্পর্কও টেকার নিশ্চয়তা নেই। সম্প্রতি যেমন সম্পর্ক ভাঙল অভিনেত্রী শার্লি মোদকের (Sharly Modak)। পাঁচ বছরের সম্পর্ক ভেঙে আলাদা হয়ে গেলেন তিনি।

‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এর দৌলতে এখন হংসিনী নামেই সবাই চেনে শার্লিকে। দীর্ঘ বিরতির পর এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করেছিলেন তিনি। দর্শকদের হারানো ভালবাসাও ফিরে পেয়েছিলেন। কিন্তু বিদায় জানাতে হয় মনের মানুষকে।

sharly

শার্লির প্রাক্তন প্রেমিকের নাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য ওরফে নীল। পেশায় তিনি মডেল। লুকোছাপার কোনো বিষয়ই ছিল না তাঁদের প্রেমে। শার্লির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভরা ছিল যুগল ছবিতে। জানা যায়, কলকাতায় আসার পর থেকেই শার্লির দেখভাল করতেন প্রেমিক নীল। দুজনের রোম্যান্স নজর এড়াত না কারোরই। হঠাৎ কী এমন হল যে সম্পর্ক ভেঙে গেল তাঁদের?

স্পষ্ট ভাবে কিছু না বললেও সংবাদ মাধ্যমকে শার্লি জানান, তাঁরা দুজনে যৌথ ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পেছনে যে যাই বলুক না কেন, তাঁর কিছুই যায় আসে না, বক্তব্য শার্লির। তাঁর কথায়, এক হাতে তালি বাজে না। পাঁচ বছর পর একা জীবন কাটাচ্ছেন। তবে নিজের সঙ্গে একান্তে কাটানো মুহূর্ত গুলো বেশ উপভোগ করছেন শার্লি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এর শুটিং। টানা শুটিং এর পর আপাতত ছুটির মুডে রয়েছেন শার্লি। ভাল সিনেমা, ওয়েব সিরিজ দেখে কাটছে সময়। আবারো ভাল কোনো চরিত্র পেলে তবেই ক্যামেরার সামনে ফিরবেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর