বাংলা হান্ট ডেস্কঃ বুধবার সকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বিধায়কের (TMC MLA) বাড়ি ও বিড়ি কারখানায় হানা দেয় আয়কর দফতর (IT Raid)। মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের (Jakir Hossain) বিড়ি কারখানা সহ গুদাম, বাড়িতে বহু ঘন্টা অভিযান চালানোর পর মেলে কুবেরের ধনের হদিশ। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে নগদ ১১ কোটিরও বেশি টাকা। তবে এবিষয়ে তৃণমূল বিধায়কের দাবি, ওই সমস্ত টাকাই তাঁর কারখানার শ্রমিকদের ও কৃষকদের।
সূত্রের খবর, বুধবার টানা ১০ ঘণ্টা ধরে তল্লাশির পর শুধুমাত্র বিধায়কের ‘শিব বিড়ি’ কারখানা থেকেই উদ্ধার হয়েছে ৮ কোটি টাকা। এছাড়া আরও তিনটি বিড়ি কারখানা, রাইস মিল মিলিয়ে আরও ২ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে বলে জানা গিয়েছে। তবে জঙ্গিপুরের বিধায়কের অভিযোগ, তাঁর কাছে বৈধ কাগজ থাকা সত্ত্বেও তদন্তকারী আধিকারিকরা সেসব গ্রহণ করেননি।
কোটি কোটি টাকা উদ্ধারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাকির হোসেন জানান, ‘আমার কারখানায় ৭০০০ শ্রমিক রয়েছেন। তাঁদের টাকা নগদেই মেটাতে হয়। কৃষি ক্ষেত্রে নগদ টাকাই ব্যবহার করা হয়। এই মরসুমে সবই ধান কেনার টাকা। কৃষকদের টাকা।”
বিধায়কের সংযোজন , ‘ বাড়ির মেয়েরা টাকা আলাদা করে রাখে। সেই টাকাও নিয়ে নেওয়া হয়েছে।’ কারখানায় কেন ৮ কোটি টাকা রাখা হয়েছিল ? এই প্রশ্নের উত্তরে বিধায়কের সাফাই , নিরাপত্তার কারণে সব টাকা বাড়িতে রাখা সম্ভব হবে না। তাই কারখানায় সুরক্ষিত করে রাখা হয়েছিল।