জোর ধাক্কা তৃণমূলে! মেঘালয়ে ঘাসফুল ছেড়ে শাসকদলে যোগ দিলেন আরও দুই বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ মেঘালয়ে (Meghalaya) বেজে গেছে ভোটের দামামা। চলতি বছরই পাহাড়ি রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election)। সেইমত জোর কদমে চলছে প্রস্তুতি। জয়ের লক্ষ্যে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। তবে এই আবহেই বড় ধাক্কা মেঘালয় তৃণমূলে (Trinamool Congress)। সূত্রের খবর, মেঘালয় তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক (MLA) দল বদল করে রাজ্যের ক্ষমতাসীন দল এনপিপিতে (NPP) যোগ দিয়েছে। বৃহস্পতিবার খবরটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই (PTI)।

উত্তর গারো পার্বত্য জেলার মেন্দিপাথারের বিধায়ক মার্থন সাংমা এবং পশ্চিম গারো পার্বত্য জেলার টিকরিকিল্লার প্রতিনিধিত্বকারী জিমি ডি সাংমা পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর। এই দুই বিধায়ক এনপিপি তে যোগ দেওয়ার আগে তৃণমূল ও বিধানসভা থেকে পদত্যাগ করেন। তারপরই তাঁরা নতুন দলে যোগ দেন। এই দুজনেই কংগ্রেস প্রার্থী হিসেবে গত বিধানসভা নির্বাচনে জয় লাভ করেছিলেন।

পূর্বে তৃণমূল বিধায়কের সংখ্যা ছিল ১২। এবার এই দুই বিধায়কের দল বদলে তা নেমে দাঁড়ালো ৯ এ।
দুই বিধায়ককে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা সংবাদসংস্থা পিটিআইকে বলেন , “তাঁদের যোগদান আমাদের বৃদ্ধির গল্পের ইঙ্গিত। আমরা মেঘালয়ের জন্য আরও ভাল কাজ চালিয়ে যাব।”

ভোট পূর্বে এরূপ ভাঙ্গনে যথেষ্টই অস্বস্তিতে সবুজ বাহিনী। গত ডিসেম্বর মাসেই মৌসিনরামের তৃণমূল বিধায়ক হিমালয় এম শাংপ্লিয়াং বিজেপিতে যোগ দিয়েছিলেন। পাশাপাশি, সেই রেশ বজায় রেখে আরও দুই বিধায়ক আগেই তৃণমূল ছেড়েছে। বর্তমানে ৬০ আসনের মণিপুর বিধানসভায় তৃণমূলের দখলে রয়েছে মাত্র ৯ টি আসন।

tmc flag

মেঘালয়ের বিধানসভা নির্বাচনে নিজেদের শক্তিবৃদ্ধি করতে যথেষ্টই তৎপর তৃণমূল কংগ্রেস। গত ডিসেম্বরেই ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়কে সাথে নিয়ে মেঘালয় পাড়ি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। পাখির চোখ অবশ্যই বিধানসভা নির্বাচন। তবে ঠিক ভোটের আগে বিধায়কের এই দল বদলে তৃণমূলের সমস্যা আরও কিছুটা বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর