বাংলাহান্ট ডেস্ক : হাড় কাঁপানো ঠান্ডার জেরে কাঁপছে দেশবাসী। এরই মধ্যে চরম দুর্ভোগের শিকার হতে চলেছেন নিয়মিত ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা। দেশের বিভিন্ন প্রান্তে ঘন কুয়াশার জন্য ট্রেন চলাচলে (Train services) বিস্তর প্রভাব পড়তে শুরু করেছে। একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে কয়েক ঘন্টা দেরিতে চলার পাশাপাশি বাতিলও (Cancellation) হয়েছে বহু ট্রেন (Trains)। শুক্রবার দেশজুড়ে ৩০৭টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এক্সপ্রেস (Express train), প্যাসেঞ্জার ট্রেন (Passenger train) থেকে শুরু করে বলা বাহুল্য সেই তালিকায় জুড়ে গিয়েছে লোকাল ট্রেনের (Local train) নামও।
দেরিতে চলছে একাধিক এক্সপ্রেস ট্রেনঃ পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ঘন কুয়াশার জন্য উত্তর ভারতগামী বহু ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকক্ষণ পরে ছাড়া হয়েছে। ডাউন ট্রেন দেরিতে আসায় ১২৯৮৭ হাওড়া-আজমেঢ় এক্সপ্রেস, ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস, ১৩৪১৩ মালদা টাউন-দিল্লি ফরাক্কা এক্সপ্রেস এবং ১২৯৪২ আসানসোল-ভাবনগর পরশনাথ এক্সপ্রেসের মতো ট্রেন বহুক্ষণ লেট ছিল। জানা গিয়েছে, আজ (শুক্রবার) হাওড়া থেকে আপ পূর্বা এক্সপ্রেসের চাকা গড়াবে নির্ধারিত সময়ের থেকে প্রায় ১০ ঘণ্টা পরে। ১২৩০৩ হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস নির্ধারিত সময় সকাল ৮ টার পরিবর্তে সন্ধ্যা ৬ টায় ছাড়বে বলেই রেলওয়ে সূত্রে খবর।
পশ্চিমবঙ্গে বাতিল একাধিক ট্রেনঃ শুক্রবার বাতিল ট্রেনের তালিকায় থাকছে ০৮০৬৯ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু স্পেশাল, ০৮০৭০ ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু স্পেশাল ০৮০১৩ টাটা-চক্রধরপুর প্যাসেঞ্জার স্পেশাল, ০৮০১৪ চক্রধরপুর-টাটা প্যাসেঞ্জার স্পেশাল, ১২৮৯৫ শালিমার-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস, ৩৬০১১ হাওড়া-বারুইপাড়া লোকাল, ৩৬০৩১ হাওড়া-চন্দনপুর লোকাল, ৩৬৮২৯ হাওড়া-বর্ধমান কর্ড লাইন, ৩৭৩২৭ হাওড়া-তারকেশ্বর লোকালের মতো একগুচ্ছ লোকাল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন।
কোন কোন ট্রেন বাতিল আছে, তা কীভাবে দেখতে পাবেন?
১) ‘National Train Enquiry System – Indian Railways’ বা ‘NTES’ লিখে ব্রাউজার থেকে সার্চ করুন অথবা সরাসরি ক্লিক করতে পারেন enquiry.indianrail.gov.in লিঙ্কে ।
২) নতুন পেজ খুললে ‘Please confirm You are not a robot’-র নীচে যে ক্যাপটা কোড (What code is in the image?) আছে, তা লিখে ‘Submit’ করতে হবে।
৩) তারপর ‘National Train Enquiry System – Indian Railways’-র মেইন পেজটি ওপেন হলে দেখুন, উপরের দিকে ডানদিক ঘেঁষে ‘Exceptional Trains’ আছে। ‘Exceptional Trains’-তে ক্লিক করলে যে ড্রপ-ডাউন দেখাবে, তার প্রথম অপশন ‘Cancelled Trains’-এ ক্লিক করুন।
৪) ফের একটি ক্যাপটা কোড (What code is in the image?) দিতে হবে। তারপর ‘Submit’ করতে হবে যাত্রীদের।
৫) সেটা করলেই নয়া একটি পেজ খুলে যাবে। শুক্রবার (১৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গ-সহ পুরো ভারতে কোন কোন এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল ট্রেন বাতিল আছে, সেই তালিকা দেখাবে।