নতুন বছরে গ্রাহকদের বড়সড় ঝটকা দিল এই ব্যাঙ্ক! একধাক্কায় বাড়ল সুদের হার থেকে EMI

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরে গ্রাহকদের বড় ঝটকা দিল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। আরও দামি হতে চলেছে এই ব্যাঙ্কের ঋণ। ফলে এর প্রভাব পড়বে ইএমআইয়ের উপরেও। ব্যাঙ্ক অফ বরোদা তাদের ঋণের উপর সুদের হার ৩৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১২ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে এই ব্যাঙ্কের সব ধরনের ঋণ আরও দামি হয়েছে।

ব্যাঙ্ক ঋণের মার্জিনাল কস্ট লেন্ডিং রেট বা এমসিএলআর বেড়ে যাওয়ায় সরাসরি প্রভাব পড়বে ইএমআই-এর উপর। এমএলসিআর বেড়ে যাওয়ায় গ্রাহকদের এ বার থেকে বেশি ইএমআই দিতে হবে। বেশিরভাগ গ্রাহককেই এক বছরের এমসিএলআর-এর ভিত্তিতে ঋণ দেওয়া হয়। এই পরিস্থিতিতে গ্রাহকদের উপর চাপ বাড়বে অনেকটাই। ব্যাঙ্ক অফ বরোদার তরফে ১২ জানুয়ারি নতুন এই নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করা হয়।

Bank of Baroda

এ বার থেকে এক দিনের এমসিএলআর ৭.৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৮৫ শতাংশ। এক মাস, তিন মাস, ছ’মাস ও এক বছরের এমসিএলআর ০.২ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে নতুন এমসিএলআর ক্রমানুযায়ী হয়েছে ৮.১৫ শতাংশ, ৮.২৫ শতাংশ, ৮.৩৫ শতাংশ এবং ৮.৫ শতাংশ। উল্লেখ্য, ২০২২ সালে পর পর পাঁচ বার রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। চড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ করেছে তারা। ২০২২-এর মে থেকে ডিসেম্বর অবধি পলিসির হারে ২.২৫ শতাংশ বৃদ্ধি হয়। 

reserve bank of india

এর আগে গত ৭ ডিসেম্বর রেপো রেট ০.৩৫ শতাংশ বাড়ানো হয়েছিল। রেপো রেট বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্ত ব্যাঙ্কগুলিও তাদের ঋণ আরও দামি করে ফেলে। গত ডিসেম্বরেও গ্রাহকদের উপর চাপ সৃষ্টি করেছিল ব্যাঙ্ক অফ বরোদা। ২০২২ এর ডিসেম্বরে ৩০ বেসিস পয়েন্ট এমসিএলআর বৃদ্ধি করেছিল এই ব্যাঙ্ক। ফের একবার এমসিএলআর বৃদ্ধি করা হল ব্যাঙ্কের তরফে। 

প্রশ্ন হচ্ছে, এমসিএলআর আসলে কী? সহজ ভাষায়, এটি রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া একটি মাপকাঠি। এর ভিত্তিতে সব ব্যাঙ্ক তাদের ঋণের উপর সুদের হার নির্ধারণ করে। অন্যদিকে, রেপো রেট হল রিজার্ভ ব্যাঙ্কের তরফে অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেওয়ার সুদের হার। তাই রেপো রেট কমলে এমসিএলআর কমিয়ে ব্যাঙ্ক ঋণ সস্তা হয়। উল্টোটা হলে এমসিএলআর বাড়িয়ে ব্যাঙ্ক লোন আরও দামি হয়। 

Subhraroop

সম্পর্কিত খবর