স্কুল-কলেজের বাইরে লিফলেট পর্যন্ত বিলিয়েছেন! ‘সাত‍্যকি’ই বদলে দেয় ঋত্বিকের মধ‍্যবিত্ত জীবন

বাংলাহান্ট ডেস্ক: সাত‍্যকি সরকার (Satyaki Sarkar), মধ‍্যবিত্ত পরিবারের তরুণ ছেলে যে মাঝপথে পড়াশোনা ছেড়ে ট‍্যাক্সি চালানো শুরু করেছিল পেটের দায়ে। কয়েক মাস আগে পর্যন্তও সাত‍্যকি দর্শকদের ঘরের ছেলে ছিল। ‘এই পথ যদি না শেষ হয়’ এর নায়ককে মন দিয়ে বসেছিলেন অনেকেই। সিরিয়ালটি জীবন বদলে দিয়েছেন ঋত্বিক মুখোপাধ‍্যায়েরও (Writwik Mukherjee)।

একটু কড়া ধাতের, প্রচণ্ড আত্মসম্মানী সাত‍্যকি ওরফে টুকাইবাবুর চরিত্রটিতে দারুন মানিয়েছিল ঋত্বিককে। দর্শকরা ভূয়সী প্রশংসা করেছিলেন তাঁর অভিনয় দক্ষতার। জানিয়ে রাখি, ওটাই কিন্তু ঋত্বিকের প্রথম সিরিয়াল ছিল। তার আগে থিয়েটার, টুকটাক সিরিজে অভিনয় করলেও মেগায় তাঁর হাতেখড়ি এই পথের মাধ‍্যমেই।

Writwik mukherjee
মধ‍্যবিত্ত পরিবারের ছেলে ঋত্বিক। থিয়েটার করতেন অনেক দিন ধরেই। কিছু শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন। কিন্তু দর্শকদের নজর কাড়তে পারেননি তেমন। কিন্তু থিয়েটার করে পেট চলত না। বাধ‍্য হয়ে শুরু করেন চাকরি। সেখানেও মন বসে না। বহু চাকরি ধরেছেন আবার ছেড়েছেন।

ঋত্বিক জানান, এক সময়ে স্কুল কলেজের বাইরে লিফলেট বিলি করার কাজও করেছেন তিনি। কিন্তু সারাদিনের খাটাখাটনির শেষে কোম্পানির মালিকের কটু কথা শুনতে আর ভাল লাগত না। সাত‍্যকির সঙ্গে এদিক দিয়ে ঋত্বিকেরও অনেক মিল। ওই সিরিয়ালের সুযোগটা তাঁর কাছে অপ্রত‍্যাশিত ভাবেই আসে। বাকিটা সকলেরই জানা।

ঊর্মি সাত‍্যকি জুটি বাংলা সিরিয়ালের সবথেকে প্রিয় জুটিগুলির মধ‍্যে একটি হয়ে ওঠে। জি বাংলার সবথেকে বেশিদিন চলা সিরিয়ালগুলির মধ‍্যে এটিও ছিল অন‍্যতম। মাস কয়েক হল শেষ হয়েছে এই পথ যদি না শেষ হয়। কিন্তু বিরতি নেননি ঋত্বিক। সাত‍্যকি সরকারের পর সোমরাজ ব‍্যানার্জি হয়ে তিনি ফিরেছেন ‘মন দিতে চাই’ সিরিয়ালে। এই পথ এর মতো জনপ্রিয়তা কি পাবে নতুন সিরিয়াল? উত্তর দেবে সময়।


Niranjana Nag

সম্পর্কিত খবর