দলের সাথে রঞ্জির ম্যাচ খেলতে গুজরাট গিয়েছিলেন তরুণ পেসার, বাড়িতে ফিরলো প্রাণহীন দেহ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের অপঘাতে মৃত্যু এক ক্রিকেটারের। হিমাচল প্রদেশের পেসার সিদ্ধার্থ শর্মা রঞ্জি ট্রফি চলার মাঝেই আশ্চর্যভাবে মারা গেলেন। গত বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারির ১২ তারিখে এই ঘটনাটি ঘটেছে। হিমাচল প্রদেশের রঞ্জি দল, গুজরাট গিয়েছিল রঞ্জি ম্যাচ খেলতে। সেখানে আশ্চর্যজনক ভাবে মৃত্যু হয়েছে এই পেসারের।

২৮ বছর বয়সী হিমাচল প্রদেশের পেসারের মৃত্যু সকলের জন্য একটি বড় ধাক্কা ছিল। গোটা ভারতের ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। শুধু জানা গিয়েছে যে বৃহস্পতিবার গুজরাটের ভদোদরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি গুজরাটে যাওয়া হিমাচল প্রদেশের স্কোয়াডের অংশ ছিলেন ঠিকই কিন্তু তার শরীর খারাপ থাকায় তিনি ম্যাচে নামতে পারেননি। তার শারীরিক অবস্থার অবনতি দেখে টিম ম্যানেজমেন্ট থাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করে। মাত্র ২৮ বছর বয়সে তার মৃত্যু দলের কেউই মেনে নিতে পারছেন না।

কিছুদিন আগে সমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকে প্রচারের আলোয় তুলে এনেছিলেন সিদ্ধার্থ। তার ইনসুইংয়ের সামনে সমস্যায় পড়ছিলেন অন্যান্য দলের ব্যাটাররা। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, এমনটাই আশঙ্কা করেছিলেন তার সিনিয়ররা। কিন্তু সেসব কোন কিছুই আর সত্যি হবে না।

Reetabrata Deb

সম্পর্কিত খবর