বাংলা হান্ট ডেস্ক : আসানসোলের (Asansol) কম্বল-কাণ্ড নিয়ে বারবার সরগরম হচ্ছে রাজনৈতিক জগৎ। ঘটনার এক মাস পর এদিন অভিযোগ তুললেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। তাঁর দাবি, মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছে তৃণমূল। এক মাস কেটে গেলেও সে টাকা পৌঁছায় নি ক্ষতিগ্রস্তদের কাছে। কেন প্রতিশ্রুতি পূরণ করা হল না, তা নিয়ে প্রশ্ন তুললেন জিতেন্দ্র।
প্রসঙ্গত, এক মাস আগে আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি সভার শেষে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই সময় মারাত্মক ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। ওই ঘটনাকে কেন্দ্র করে যে শুরু হয় রাজনৈতিক তর্জা। ওই ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম সামনে আসে জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালী তিওয়ারির। এদিন জিতেন্দ্রর অভিযোগের পাল্টা জবাবও দেয় জোড়াফুল শিবির।
আসানসোলের সাংবাদিকপর প্রশ্নে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘আমরা এক মাস দেখলাম, শাসক দল ও তাদের পরিচালিত প্রশাসন কী করল। বলা হয়েছিল, মৃত তিনজনের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। কিন্তু কেউ চাকরি পাননি এখনও।’ তিনি এদিন দাবি করেন, এই তিনজনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য জামুড়িয়া, পাণ্ডবেশ্বর সহ বিভিন্ন জায়গা থেকে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা তোলা হয়। কিন্তু সামান্য সরকারি সাহায্য ছাড়া ওই তিনজনের পরিবার আর কোনও সাহায্য পায়নি।
কিন্তু টাকা তোলার কি কোনও প্রমাণ রয়েছে? জিতেন্দ্র তিওয়ারির স্পষ্ট জবাব, ‘কেউ কি বলে, আমি টাকা দিয়েছি?’ প্রমাণ হিসেবে তিনি, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের নামও তুলে আনেন। তিনি বলেন, ‘চাকরি দেওয়ার জন্য যে টাকা নিয়েছেন, তার কি প্রমাণ আছে? নেই। এখানেও তাই হয়েছে। আমরা ওই ঘটনা নিয়ে প্রথম থেকেই কোনও রাজনীতি করতে চাইনি, আজও চাই না। কিন্তু যারা মৃতদেহ নিয়ে রাজনীতি করেছে, তারা কী করল, তা তো সাধারণ মানুষের জানা উচিত।’