বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই যাত্রীসংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাজ্যের গণপরিবহণগুলিতে। সেই তালিকায় বাদ নেই মেট্রো রেলও (Metro Railway)। এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মেট্রোর তরফে। তবে, এবার নতুন বছর শুরু হতে না হতেই মেট্রোর যাত্রীরা পেলেন বড় উপহার। মূলত, এবার আরও বেশি উপভোগ্য হতে চলেছে মেট্রো সফর।
ইতিমধ্যেই কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এবার মেট্রো রেলে সফরের সময়ে টিভি দেখতে পারবেন যাত্রীরা। মূলত, যাত্রীদের মনোরঞ্জনের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে গত শুক্রবার মেট্রো রেলের তরফে জানানো হয়, শীঘ্রই মেট্রোর সমস্ত এসি রেকে বসতে চলেছে LED স্ক্রিন। যেখানে জনপ্রিয় গেম শো থেকে শুরু করে খবর, সিনেমা, গান সহ বিভিন্ন অনুষ্ঠান বিনামূল্যে দেখতে পাবেন যাত্রীরা।
গত শুক্রবার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ক্রেসান্দা সলিউশনস লিমিটেডের সঙ্গে মেট্রো রেল ভবনে একটি চুক্তি হয় মেট্রোর। আপাতত এক বছরের জন্য এই চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, মেট্রো কর্তৃপক্ষ মনে করছে যে, মনোরঞ্জনের এই ব্যবস্থার ফলে সামগ্রিকভাবে টিকিট বিক্রি ছাড়াও অতিরিক্ত আয়ের মুখ দেখা সম্ভব হবে।
এই প্রসঙ্গে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ট্রেনের কোচে দু’টি করে LED বসানো হবে। এমতাবস্থায়, ১৬ টি এসি রেকে মোট ৩২ টি LED টিভি থাকবে। এদিকে, ইতিমধ্যেই বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রোর যাত্রা শুরু হয়েছে। যদিও, ওই রুটে ঘণ্টাখানেকের ব্যবধানে মেট্রো চলায় যাত্রীদের সেভাবে পরিলক্ষিত হয় না। তবে, কবি সুভাষ-দক্ষিণেশ্বর শাখায় প্রতিদিনই যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে। তাই, ওই রুটে LED টিভি বসলে যাত্রীরা খুশি হবেন বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত মেট্রো স্টেশনে দাঁড়িয়েই টিভি দেখার সুযোগ পেতেন যাত্রীরা। এমতাবস্থায়, মেট্রোর নির্দিষ্ট চ্যানেলে সিনেমার গানের পাশাপাশি খেলাধুলার খবর-সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদর্শিত হত। তবে, এবার সফরকালেই টিভি দেখার মজা উপভোগ করতে পারবেন সফররত যাত্রীরা। জানা গিয়েছে, ক্রেসান্দা সলিউশনস লিমিটেডের তরফেই প্রতিটি রেকে ৩২ ইঞ্চির LED টিভিগুলি বসানো হবে।