ভূমিষ্ঠ হয়েই আইসিইউতে, ‘ফাইটার’ মেয়ে মালতীর প্রথম জন্মদিনে জমজমাট আয়োজন নিক-প্রিয়াঙ্কার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের শুরুতেই সন্তান জন্মের সুখবর দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সারোগেসির মাধ‍্যমে ফুটফুটে এক কন‍্যা সন্তানের মা হয়েছিলেন তিনি। কিন্তু জন্মের পরপরই কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল ছোট্ট মালতী মেরি চোপড়া জোনাসকে (Malti Marie Chopra Jonas)। সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়ায় নিওন‍্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকতে হয়েছিল সদ‍্যোজাতকে। ফাইটার মেয়ের প্রথম জন্মদিনে তাই এলাহি বন্দোবস্ত করেছিলেন নিক প্রিয়াঙ্কা।

সদ‍্য এক বছরে পা দিয়েছে মালতী। মেয়ের প্রথম জন্মদিনে জমজমাট আয়োজন করেছিলেন নিক প্রিয়াঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জানান, এই সপ্তাহান্তে প্রথম জন্মদিন ছিল মালতীর। জীবনের শুরুতেই অনেক ঝড়ঝাপটা গিয়েছে ছোট্ট মেয়েটার উপর দিয়ে। তাই সেলিব্রেট করতেই হত। পাশাপাশি মেয়েকে প্রশংসাতেও ভরিয়ে দেন নিক প্রিয়াঙ্কা।


গত জানুয়ারি মাসে মা হওয়ার খবর জানান প্রিয়াঙ্কা। সারোগেসির মাধ‍্যমে জন্ম হয় মালতী মেরি চোপড়া জোনাসের। প্রিয়াঙ্কার সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই পুঁচকের ছবি উঠে আসে। কিন্তু অনুরাগীদের এতদিন অভিযোগ ছিল, মেয়ের মুখ দেখান না প্রিয়াঙ্কা।

কিন্ত গত বছর শেষের মুখে ভক্তদের অভিযোগের সুযোগ দিলেন না অভিনেত্রী। সবাইকে চমকে দিয়ে মালতীর মুখ প্রকাশ‍্যে আনেন তিনি। যদিও তার চোখ এখনো ঢেকে রেখেছেন প্রিয়াঙ্কা, কিন্তু খুদের নরম ফোলা গোলাপি গাল আর ঠোঁট দেখেই গলে জল নেটিজেনরা। একটি সাদা সোয়েটার পরে রয়েছে মালতী। গোলাপি টুপিতে চোখ ঢেকে ঘুমের দেশে খুদে।

মেয়েকেও ছোট থেকেই ভারতীয় ছোঁয়ায় বড় করছেন প্রিয়াঙ্কা। এর আগে ‘দেশি গার্ল’ লেখা জামা পরতে দেখা গিয়েছিল মালতীকে। ‘সসুরাল গেন্দাফুল’এ নাচতেও দেখা গিয়েছিল তাঁকে।

X