বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে সভা-পাল্টা সভায় মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে চলছে জয়ের প্রস্তুতি। বাঁকুড়ার (Bankura) বড়জোড়ায় সম্প্রতি একটি সভার আয়োজন করেছিল বঙ্গ বিজেপি (BJP)। সেই সভায় বক্তৃতা রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সেই বড়জোড়াতেই পাল্টা সভা করেন তৃণমূল সাংসদ (TMC MP) শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha) ওরফে ‘বিহারীবাবু’। আর সেখানে গিয়েই বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রশংসায় তৃণমূল সাংসদ।
শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক দিলীপ ঘোষ শত্রুঘ্ন সিনহা প্রসঙ্গে মন্তব্য করেন, “একমাত্র ওর নামেই এখনও কোনও বদনাম নেই। তাই ওর মুখ যতটা বেশি সম্ভব ব্যবহার করা হচ্ছে। তবে বেশিদিন তৃণমূলের সঙ্গে থাকলে সেটাও বলবে মানুষ। আমরা যেদিন যেখানে মিটিং করছি, পরের দিন ওরা সেখানে করছে। মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কারণ মানুষ বেরিয়ে আসছে তো সাহস করে। ওরা এ ভাবে বেশিদিন সফল হতে পারবে নাং
এরপরেই এদিন প্রকাশ্য সভা থেকে দিলীপ ঘোষের এই মন্তব্যে পাল্টা শাসক দলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, “আমি কখনওই ব্যক্তি বিরোধিতায় কিছু বলি না। আমি সবসময় ইস্যু নিয়ে কথা বলি। আজই শুনলেন আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী। আমি যথাযথ সম্মান দেখিয়েই কথা বলি। এটাই আমার অভ্যাস। আমি দিলীপবাবুকে ভালবাসি। আমি সকলকে চিনি এখানে। আমি বিজেপিতে ছিলাম আগে। ওটা আমার প্রথম পরিবারের মতো ছিল। তবে আমি দৃঢ়তার সঙ্গে, দায়িত্ববোধের সঙ্গে, নির্দিষ্ট করে বলতে পারি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি।”
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বিরোধী দল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র প্রশংসা করতে গিয়ে শত্রুঘ্ন সিনহা রাহুল গান্ধীর প্রশংসা করেন। তিঁনি বলেছিলেন , ‘দেশের জননেত্রী নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়’, তবে ‘ইউথ আইকন রাহুল গান্ধী’।