সুশান্তের মতো পরিণতি হলে দায়ী হবে বলিউড! টুইটে বিষ্ফোরক ইঙ্গিত কেআরকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিষ্ফোরক টুইট করে যাবতীয় লাইমলাইট কেড়ে নিতে সিদ্ধহস্ত কামাল আর খান (Kamal R Khan) ওরফে কেআরকে। স্বঘোষিত এই ফিল্ম সমালোচক বলিউডের নিন্দা করার জন্যই বেশি পরিচিত। খান অভিনেতারা তো বটেই, হিন্দি ইন্ডাস্ট্রির বেশিরভাগ তারকাদের উপরেই অজানা কারণে খাপ্পা হয়ে থাকেন তিনি। গঠনমূলক সমালোচনা তো দূর, বেছে বেছে খারাপ দিকগুলোই তুলে ধরেন কেআরকে।

তবে মনমর্জি চালানোর জন্য বিপদেও কম পড়েন না তিনি। টুইটের উত্তরে আসে মানহানির মামলার নোটিস! তখন দুদিন বিরতি দিলেও আবার নিজ রূপে ঠিকই ফিরে আসেন কেআরকে। কিন্তু এবার সমস্যা গুরুতর। বলিউডের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আনলেন তিনি। সেই সঙ্গে দাবি করলেন, তাঁর হালও নাকি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মতো হয়ে যাচ্ছে।

সাম্প্রতিক টুইটে কেআরকে অভিযোগ করেন, তাঁর পরিস্থিতি ক্রমশ সুশান্তের মতো হয়ে যাচ্ছে। তিনি যদি কখনো প্রয়াত অভিনেতার মতো চরম পদক্ষেপ নিতে বাধ্য হন তবে তার জন্য যেসব মানুষরা দায়ী থাকবেন, তাদের নাম নিয়ে একটি ভিডিও তৈরি করে রেখেছেন বলে জানান কেআরকে।

ঠিক কী লিখেছেন তিনি? একটি টুইটে তিনি অভিযোগ করেছেন, ‘বলিউডের লোকজন আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আমাকে কিচ্ছু করতে দেওয়া হচ্ছে না, ঠিক সুশান্ত সিং রাজপুতের মতো! আমার যদি সুশান্তের মতো কিছু হয়ে যায় তাহলে মুম্বই পুলিস আমার ইউটিউব চ্যানেল খুলে প্রাইভেট ভিডিওটি দেখতে পারে। সেখানে সেইসব লোকদের নাম রয়েছে যারা এর জন্য দায়ী।’

টুইটে মুম্বই পুলিসকে ট্যাগও করেছেন কেআরকে। উত্তরে মুম্বই পুলিসের তরফে জানানো হয়েছে, তাঁকে নজরে রাখা হচ্ছে। সেই সঙ্গে ফোন নম্বরও চাওয়া হয়েছে কেআরকের কাছ থেকে। নেটিজেনরা অবশ্য নানান মত প্রকাশ করছেন কেআরকের এই টুইট নিয়ে। একজন লিখেছেন, সুশান্তের নাম নিয়ে এখন সমবেদনা পাওয়ার চেষ্টা করছেন কেআরকে। কিন্তু সুশান্তের সঙ্গে তাঁর কোনো তুলনাই চলে না। কারণ প্রয়াত অভিনেতা কোনোদিন কারোর কোনো ক্ষতি করেননি।

X