‘আমি পুরুষদের ঘেন্না করি’, জনপ্রিয়তা পেতেই বেরোলো আসল রূপ! বেফাঁস মধুমিতা

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় কেরিয়ার শুরু করে যেসব অভিনেতা অভিনেত্রীরা বড়পর্দায় পা বাড়িয়েছেন, মধুমিতা সরকার (Madhumita Sarkar) তাদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে পয়লা নম্বরে থাকবেন। ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’ এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করার পর সিনেমায় ডেবিউ করেছেন তিনি। ‘লভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘ট্যাংরা ব্লুজ’, ‘কুলের আচার’ পরপর ছবিতে অভিনয় করছেন মধুমিতা।

যে হারে তাঁর জনপ্রিয়তা বাড়ছে তা সত্যিই চমকপ্রদ। খুব কম সময়েই বিপুল পরিমাণ সাফল্য পেয়ে গিয়েছেন মধুমিতা। কিন্তু অভিনেত্রী এতে সন্তুষ্ট নন। তাঁর মতে, ঠিক যতটা গতিতে এগোনোর দরকার, ততটা হচ্ছে না তাঁর। যদিও এর মধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করে ফেলেছেন মধুমিতা। একটি তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি।

Madhumita

অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মধুমিতা জানান, তেলুগু ইন্ডাস্ট্রিতে সবই সময় নিয়ে কাজ হয়। এক মাসের মধ্যে মার্শাল আর্টস শিখেছিলেন তিনি। ওজন বাড়াতে হয়েছিল তার জন্য। শিখতে গিয়ে রক্তারক্তি কাণ্ড পর্যন্ত ঘটিয়েছিলেন বলে জানান মধুমিতা। শুধু দক্ষিণী নয়, হিন্দি ইন্ডাস্ট্রি থেকেও ডাক এসেছে তাঁর কাছে। মধুমিতার কথায়, নিজেকে এমন ভাবে তিনি তৈরি করছেন যাতে সব ইন্ডাস্ট্রি থেকেই ডাক আসে।

কিন্তু টলিউডে মধুমিতার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। তিনি নাকি শুধু এসভিএফ এর সঙ্গেই কাজ করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। অন্য প্রযোজনা সংস্থার ছবিতে দেখাই যায় না তাঁকে। কিন্তু অভিযোগের উত্তরে মধুমিতা বলেন, কাকতালীয়ভাবে এসভিএফ থেকেই তাঁর সব ছবির ডাক এসেছে। তবে তার মানে এই নয় যে তিনি অন্য প্রযোজনা সংস্থার হয়ে কাজ করবেন না।

Madhumita

মধুমিতা বলেন, তিনি পরিচালক, প্রযোজক কিছুই দেখেন না। শুধু কনটেন্ট দেখেন তিনি। তাই ভাল কাজের সুযোগ আসলে তিনি নিশ্চয়ই করবেন। তবে মধুমিতার কেরিয়ারের থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি হয়। তিনি কার সঙ্গে প্রেম করছেন না করছেন তা নিয়ে মানুষের কৌতূহল কম নয়। তবে মধুমিতার অবশ্য নিজের ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট কথা।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মধুমিতা বলেন, তিনি এখন সিঙ্গল। বিবাহ বিচ্ছেদের পর সৌরভ দাসের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু মধুমিতা এদিন বলেন, ‘তামি কাজের সঙ্গে কমিটেড। বিশ্বাস করুন, আই হেট মেন’। অভিনেত্রীর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। কেউ কেউ বলছেন, পুরুষদের ঘৃণা করার কথা বলে মধুমিতা ইন্ডাস্ট্রিতে কাজ পেলে সেটা পুরুষদেরই অপমান হবে।

Niranjana Nag

সম্পর্কিত খবর