কোহলি ও গিলের পর চললো বোলারদের দাপট, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক জয় ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কোহলি ও শুভমান গিলের অসাধারণ পারফরম্যান্সের পর ভারতীয় বোলারদের দাপট। ৩১৮ রানের ব্যবধানে বিরাট জয় পেলো ভারত। মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং কুলদীপ যাদবদের সামলাতেই পারলো না শ্রীলঙ্কান ক্রিকেটাররা। ফলস্বরূপ মাত্র ৭৩ রানে অল-আউট হয়ে গেল দ্বীপরাষ্ট্র।

আজ টসে জিতে অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুভমান গিল ওপেন করে নিজের ওডিআই কেরিয়ারের দ্বিতীয় শতরান করেছিলেন। ৪২ রান করে আউট হন রোহিত শর্মা। অনবদ্য ব্যাটিং করে নিজের ৭৪তম শতরান করেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ককে আজ ৯৯ থেকে ১০০তে পৌঁছতে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়, কারণ সেই সময় মাঠে চোট পেয়েছিলেন একজন শ্রীলঙ্কান ক্রিকেটার।

কিন্তু এরপর বিরাট কোহলি শুধুমাত্র শ্রেয়স আইয়ার (৩৮) ছাড়া আর কারোর সঙ্গ পাননি। তিনি নিজেই ১১০ বলে ১৬৬ রানের একটি ইনিংস খেলে ভারতকে পৌঁছে দেন ৩৯০ অবধি। বিরাট কোহলি একাধিকবার শতরানের গন্ডি পার করলেও ওডিআই তে খুব কম বার এত বড় রান করেছেন।

আজকে ভারতের এই জয় ঐতিহাসিক নানান কারণে। এর আগে পুরুষদের সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে এত বড় রানের ব্যবধানে জয় পায়নি কোনও দল। প্রথম দল হিসেবে আজ ৩০০ রানের বেশি ব্যবধানে আন্তর্জাতিক একদিনের ম্যাচ জিতলো ভারত।

ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেন আজ দ্বিতীয় ইনিংসে। মহম্মদ শামি ও কুলদীপ যাদব আজ ২টি করে উইকেট নেন। ১০ ওভারে ১টি মেডেন সহ ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন সিরাজ। কিন্তু আজ হার্দিকের বদলে দলে সুযোগ পাওয়া সূর্যকুমার যাদব কোনও প্রভাব ফেলতে ব্যর্থ হন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর