সপ্তাহের প্রথম দিনই শিয়ালদহ-হাওড়া লাইনে বাতিল অজস্র ট্রেন! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক: শীতের দাপট এখনও কমেনি। এখনও বেশ ঝোড়ো ব্যাটিং-ই করছে শীত। কলকাতায় ঠান্ডার প্রভাব কিছুটা কমলেও উত্তরবঙ্গ ও উত্তর ভারতকে কাঁপাচ্ছে শীত। রাত ও ভোর হলেই বাতাসে কুয়াশা দেখা দিচ্ছে। ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে চলছে ট্রেন, এমনকী বিমানও। এর জেরে দেশ জুড়ে একাধিক ট্রেন বাতিলও হচ্ছে। 

আজ এই সপ্তাহের প্রথম কর্মদিবস। আজকেও দেশ জুড়ে মোট ২৯৬টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল (Indian Railways)। এর মধ্যে এ রাজ্যের হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন, নিউ জলপাইগুড়ি, মালদা, আসানসোল, নলহাটি থেকে ছেড়ে যাওয়া একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। এছাড়াও হাওড়া ও শিয়ালদা শাখায় একাধিক লোকালও বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল হল? দেখে নিন তালিকা।

   

indian railways train fog

১। ০০৪৬৮ অমৃতসর-হাওড়া স্পেশাল, 

০৩০৮৫ আজিমগঞ্জ-নৈহাটি মেমু স্পেশাল, 

০৩০৮৬ নৈহাটি-আজিমগঞ্জ মেমু স্পেশাল, 

০৩৫৯১ বোকারো স্টিল সিটি-আসানসোল জংশন মেমু প্যাসেঞ্জার স্পেশাল, 

০৩৫৯২ বোকারো স্টিল সিটি-আসানসোল জংশন মেমু প্যাসেঞ্জার স্পেশাল বাতিল।

১২৩৫৮ অমৃতসর জংশন-কলকাতা টার্মিনাল দুর্গ্যানা এক্সপ্রেস, 

১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, 

১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, 

১২৮৮৭ শালিমার-পুরী স্পেশাল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। 

২। ৩১৪১১ শিয়ালদা-নৈহাটি লোকাল, 

৩১৪১৪ নৈহাটি-শিয়ালদা লোকাল, 

৩১৭১২ নৈহাটি-রানাঘাট লোকাল, 

৩১৭১২ রানাঘাট-নৈহাটি জংশন লোকাল বাতিল হয়েছে। 

৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ হাওড়া-চন্দনপুর লোকাল; 

৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮  চন্দনপুর-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে।

Indian railways

৩। ৩৬০১১ হাওড়া-বারুইপাড়া লোকাল, 

৩৬০১২ হাওড়া-বারুইপাড়া লোকাল, 

৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮২৭, হাওড়া-বর্ধমান কর্ড লোকাল; 

৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮৪০ বর্ধমান কর্ড-হাওড়া লোকাল বাতিল হয়েছে আজ। 

৩৭৩০৫ হাওড়া-সিঙ্গুর আন্দোলন লোকাল, 

৩৭৩০৬ সিঙ্গুর-হাওড়া লোকাল, 

৩৭৩০৭ হাওড়া-হরিপাল লোকাল, 

৩৭৩০৮ হরিপাল-হাওড়া লোকাল বাতিল হয়েছে আজ।

৪। ৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩৪৩ হাওড়া-তারকেশ্বর লোকাল; 

৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮ তারকেশ্বর-হাওড়া লোকাল বাতিল হয়েছে আজ। 

৩৭৪১১, ৩৭৪১৫ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল; 

৩৭৪১২, ৩৭৪১৬ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল বাতিল থাকবে আজ। 

৩৮০৩৪ সাঁতরাগাছি-শালিমার লোকাল, 

৩৮৩০৫ শালিমার-মেচেদা লোকাল, 

৩৮৩১০ মেচেদা-শালিমার লোকাল, 

৩৮৯২৩ হাওড়া-আমতা লোকাল, 

৩৮৯২৪ আমতা-হাওড়া লোকাল বাতিল হয়েছে আজ।

Indian Railways train fog

কুয়াশার জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস এবং নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ১২৩৬৯ হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস, ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস, ১২৩১৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস, ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস এবং ১২৩৫৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস। ২ মার্চ পর্যন্ত বাতিল ১২৩৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস।

বাতিল ট্রেনের সম্পূর্ণ তালিকা দেখতে চান? তাহলে ‘NTES – Indian Rail – National Train Enquiry System’-এর ওয়েবসাইটে গিয়ে ‘Exceptional Trains’-এ ক্লিক করুন। এরপর ‘Cancelled Trains’-এ ক্লিক করুন। তারপর একটি নতুন পেজ খুলবে। সেখানেই দেখতে পাবেন আজ কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেই সম্পূর্ণ তালিকা।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর