এই বাজেটে দারুণ কিছু উপহার পেতে পারেন মধ্যবিত্তরা, অর্থমন্ত্রী বললেন, ‘আমি তাঁদের কষ্ট বুঝি’

বাংলাহান্ট ডেস্ক: আর মাত্র ১৫ দিন পর সংসদে সাধারণ বাজেট (Budget 2023) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। স্বভাবতই দেশের প্রতিটি ক্ষেত্রের মানুষই তাঁদের জন্য লাভজনক কিছুর আশা করে রয়েছেন। সাধারণত বাজেটে মধ্যবিত্ত শ্রেণির জন্য কী রয়েছে, তা নিয়ে কৌতুহল থাকে বরাবর। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এই মর্মে মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

নির্মলা সীতারমন জানালেন, মধ্যবিত্তের অসুবিধার কথা তিনি বোঝেন। একইসঙ্গে তিনি জানান, মধ্যবিত্তের উপর নতুন কোনও কর চাপানো হয়নি। বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর লাগবে না। অর্থাৎ দেশের একটি বড় অংশের মানুষ আয়কর মুক্ত হলেন। পাশাপাশি অর্থমন্ত্রী বলেন, কেন্দ্র মূলধন ব্যয় বাড়িয়ে সাড়ে ৭ লক্ষ কোটি টাকা করেছে। যার ইতিবাচক প্রভাব দেখা গিয়েছে দেশের অর্থনীতিতে। 

budget 2023

অর্থমন্ত্রী বলেছেন, ব্যবসার সুবিধা ও প্রচারের জন্য ১০০টি স্মার্ট শহর বানানোর পরিকল্পনা করেছে। একইসঙ্গে দেশের ২৭টি শহরে মেট্রো রেল নেটওয়ার্কও নির্মাণের কথা বলেছেন নির্মলা সীতারমন। পাশাপাশি মধ্যবিত্তদের আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, দেশে মধ্যবিত্ত শ্রেণির মানুষের সংখ্যা বাড়ছে। তাই এই শ্রেণির জন্য আরও ব্যবস্থা করতে পারে সরকার।

Budget 2023

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২০ থেকে সরকার প্রতিটি বাজেটে মূলধন ব্যয় বৃদ্ধির উপর জোর দিচ্ছে। তিনি বলেন, চলতি অর্থবর্ষে মূলধন ব্যয় বেড়ে ৭.৫ লক্ষ কোটি টাকা হয়েছে। এতে দেশের অর্থনীতির উপরও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। দেশের ব্যাঙ্কিং সেক্টর আরও মজবুত করার লক্ষ্যে কাজ করে চলেছে কেন্দ্র।

ভারতের ব্যাঙ্কিং সেক্টরের আরও উন্নতি এবং গ্রাহকদের কাছেও আরও পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে কেন্দ্র। এই সেক্টরের মূল চারটি জিনিসের উপর কাজ করছে সরকার। ব্যাঙ্কিং-এর স্বীকৃতি, পুনঃপুঁজিকরণ, রেজোলিউশন এবং সংস্কার করতে তৎপর কেন্দ্র। এই কৌশলের মাধ্যমে সরকারি ব্যাঙ্কগুলিতে নন-পারফর্মিং অ্যাসেট বা এনপিএ নেমে এসেছে অনেকটাই। ফলে অর্থ মন্ত্রকের উপর বোঝা কমেছে। 

Subhraroop

সম্পর্কিত খবর