কম্বল কাণ্ডে বিজেপি নেতা সহ মহিলা কাউন্সিলরকে জেরা, তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ পুলিশের!

বাংলা হান্ট ডেস্কঃ আসানসোল (Asansol) কম্বল কাণ্ডের জের! একমাস পর এবার বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ জিতেন তিওয়ারির ঘনিষ্ঠ বিজেপি কাউন্সিলর (BJP Councilor) ইন্দ্রাণী আচার্যকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। রবিবার সকালে এই মামলায় কুলটির ডিসেরগড়ে বিজেপি কাউন্সিলরের বাড়িতে যায় আসানসোল উত্তর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এরপরেই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হন ওই বিজেপি কাউন্সিলর।

সূত্রের খবর, পুলিশ আধিকারিকরা তাঁদের কম্বল বিতরণ কাণ্ড সম্পর্কিত একাধিক তথ্য জানতে চেয়েছেন। পাশাপাশি এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল কিনা সেই সমস্ত বিষয়েও বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তাঁরা। অন্যদিকে ইন্দ্রাণীর অভিযোগ, পুলিশ জেরার নামে এসে তাঁকে বিজেপি ছেড়ে দলবদল করে শাসকদলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। বিজেপি কাউন্সিলরের এই বিস্ফোরক অভিযোগের পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। অন্যদিকে তদন্তকারী আধিকারিকরা ইন্দ্রাণীর এই দাবির পরিপ্রেক্ষিতে কোনরূপ ব্যাখ্যা দিতে চাননি বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত বছর ১৩ ডিসেম্বর আসানসোল উত্তর থানার রেলপারের রামকৃষ্ণ ডাঙালে চৈতালি তিওয়ারির উদ্যোগে শিব চর্চা ও কম্বল বিতরণ করার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও। সেই অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরই কম্বল বিলির সময় হুড়োহুড়িতে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হয় তিনজনের।

bjp tmc

ইতিমধ্যেই, কম্বল কাণ্ডে পুলিশি হেফাজতে রয়েছে ৬ জন। পাশাপাশি এফআইআরে নাম রয়েছে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী-সহ ১০ জনের। তাঁদের বিরুদ্ধে দায়ের হয় অনিচ্ছাকৃত খুনের মামলা। অন্যদিকে, আগামী ১৭ জানুয়ারি কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে কম্বল কাণ্ডের। এই মামলাটি করেছিলেন বিজেপি নেত্রী চৈতালি তেওয়ারি। তিঁনি আদালতে জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে আনা অনিচ্ছাকৃত খুনের মামলাটি ভূল। সেই মামলারই শুনানি হতে চলেছে চলতি মাসে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর